পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 - हि१-१शङ्गं পাঠক। বহুৎ আচ্ছা, বাবু। রাখাল। আর দেখ, আমি যে এ কথা বলেছি, তা কর্তা বাবুকে কিছুতেই বলে না ; বল্লে তোমার চাকরী টুটুবে। বুঝলে ত ? পাঠক। আরে বা জামাইবাবু! হাম কিয় বোকা হয় ? তখন আমি হাসিতে হাসিতে রুদ্ধশ্বাসে বলিলাম, “পাঠক, তুমি কৰ্ত্তাবাবুর কাছে যেও না! খবরের কাগজে তোমার বাড়ীর কোনও কথা লেখে না । মিথ্যা কথা ।” কিন্তু পাঠককে সে কথা বুঝান আমার সাধ্য কি ! "জামাইবাবু"র উপর তাহার অটল বিশ্বাস ছিল। আর "জামাইবাবু”কে সে তাহার বিশেষ হিতাকাঙ্ক্ষী বলিয়া জানিত। তদ্ভিন্ন “জামাইবাবু” মধ্যে মধ্যে মূঃাবীরের পূজা বলিয়া পাঠককে.টাকাটা সিকাটাও দিতেন । , তখন রাখাল বলিল, “যতীশের ও কথা শুনো శా ఇ? কেহ তোমাকে কিছু বলিলেও শুনো না । আর, এ কথা কিছু আমাকে জিজ্ঞাসা করতেও এস না। এস যদি, ভাল হবে না।" রাখালের উদ্দেশ্য, সে কোনও রকমে ধরা না পড়ে। তখন পাঠক-মহারাজ চলিয়া গেলে আমি রাখালকে বলিলাম, “রসো, আমি তোমার নষ্টামী তাঙ্গছি। আমি এখনই এ কথা বলে দিব ।” - - তখন রাখাল আমাকে অনুনয় করিয়া একটা বড় কঠিন দিব্য দিল। শেষে বলিল, “ভাই, দুনিয়াটা আনন্দের জায়গা,