পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

☆" ● বঙ্কিম-প্রসঙ্গ বলিলাম যে, “তাহা কেন ? আমি সাহিত্যচর্চা কিছুতেই ছাড়িব না।" বঙ্কিমবাবু বলিলেন, “আপনি বোধ হয় এখনও eitt=IR FI GW, Law f'FH" exacting mistress i fit-tqz:, যে উকীলের সাহিত্য-চৰ্চ্চারূপ দুনাম রটে, মকেল তাহাকে দূর হইতে পরিহার করে।” বলা বাহুল্য, বঙ্কিমবাবুর উপদেশে আমি তখন মনে মনে কিছু ক্ষুন্ন হইয়াছিলাম। যাহা হউক, এই পচিশ বৎসর ধরিয়া আমি কায়ক্লেশে উভয় কুলই বজায় । রাখিয়াছি । у এইবার গোপালবাবু নানারূপ ভূমিকা করিয়া জামদিগের দৌত্য পেশ করিলেন। তীক্ষদশী বঙ্কিমচন্দ্র কথার আবরণ ভেদ করিয়া, আরস্তেই আমাদের দৌত্য নামঞ্জুর করিলেন, এবং সাহিত্য-পরিষদ কি ভাবে পরিচালিত হওয়া উচিত, সে সম্বন্ধে কয়েকট সারগর্ভ উপদেশ দিলেন। তিনি আরও বলিলেন যে, যখন ভূদেববাবু জীবিত রহিয়াছেন, SRF AfI (EFT Bengal Academy of LiteratureHI সভাপতি হইতে পারেন না। সভার কার্য্য আরও অগ্রসর হইলে, এবং সভার কিছু সফলতা দেখিলে, তিনি সভায় যোগদান করিবেন কি না, স্থির করিবেন। আমাদের দৌত্য এইখানেই শেষ হইল। কিন্তু প্রতিগমনের পূৰ্ব্বে বঙ্কিমবাবুর সহিত গীতা সম্বন্ধে দুই চারিটা কথা কহিবার সুযোগ করিয়া লইলাম। ইহার কয়েক বৎসর পূর্ব হইতে বঙ্কিমবাবু গীতার বিশেষ