পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিম-গ্রসঙ্গ ২৯৭ তের স্বত্র নেপালের বৃক্ষবিশেষের আশে প্রস্তুত। ইহাতে অনেকেই অনুমান করেন যে, যাদবচন্দ্রের গুরু মহাপুরুষের আবাসক্ষেত্র নেপাল । .مهد আর একটা বিষয়ের উল্লেখ করিয়া দিয়া বিদার গ্রহণ করিব। বঙ্কিমচন্দ্র পিতার স্বৰ্গারোহণের পর তাছার পবিত্র ধৰ্ম্মজীবনের প্রভাবে এতষ্ট আকৃষ্ট হইয়াছিলেন যে, তাছার পরবর্তী রচনা সকলে সেই ধৰ্ম্মভাব অতিক্রম করিতে পারেন নাই। দেবী চৌধুরাণ, সীতারাম, ধৰ্ম্মতত্ত্ব, কৃষ্ণচরিত্র, সকলষ্ট ধৰ্ম্মমূলক। দেবীচৌধুরাণীর উৎসর্গপত্রে বঙ্কিমচন্দ্র পিতার সেই ধৰ্ম্মজীবনের আভাসে বলিয়াছেন,—তাঙ্গার কাছেঠ প্রথম নিষ্কাম ধৰ্ম্ম শুনিয়াছি, যিনি স্বয়ং নিষ্কাম পৰ্ম্মত ব্ৰত করিয়াছিলেন । ইয়: স্বরূপ বর্ণনা, কণামাত্র রঞ্জিত নষ্ঠে। আসুন আমরা সেই মঙ্গগুরুষের উদ্দেশে প্রণাম করি।