পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিম-স্মৃতি। সেদিনকার কথা বলিয়া মনে হইলেও দেখিতে দেখিলে চল্লিশ বৎসরেরও অধিক হইয়া গিয়াছে। যখন বঙ্কিমচন্দ্রকে সৰ্ব্বপ্রথম দেখিবার স্থযোগ ঘটিয়াছিল, তখন আমার বয়স ষোল সতের বৎসর হইবে । আমাদের গ্রামে ভট্টাচার্য পল্লীর কালীনাথ ভট্টাচার্য্যের বিবাহের মকৰ্দমা। ভিন্নজাতীয় এক কন্যার সঙ্গে ঐ ভট্টাচার্য্যবংশীয় কালীনাথের বিবাহের ঘটক ও অভিভাবকের বিরুদ্ধে জাতি ও ধৰ্ম্মনাশের মকৰ্দমা । ১৮৭s খৃষ্টাব্দে বঙ্কিমচন্দ্র যখন বারাসতের মহকুমা-ম্যাজিষ্ট্রেট, সেই সময়ে উপযুক্তি ঘটনায় সংস্কৃষ্ট আসামীদের বিচার হয় : আমরা গ্রামের বহুসংখ্যক বালক সেদিন কালীনাথের বিবাহেব বিচার দেখিতে গিয়াছিলাম। : বারাসতের আদালতগুত উদ্যান-পরিবেষ্টিত এক সুবৃহৎ আটালিকা। ইহার অল্পদিন পূৰ্ব্ব পর্যন্ত বারাসত জেলা ছিল, এবং মহকুমায় পরিণত হইবার সময়ে দেশবিশ্রাত্ত স্তর আশ লি ইডেন এখানকার প্রথম মহকুমা-ম্যাজিষ্ট্রট হন। বহু বহু প্রধান ব্যক্তির পদার্পণে সেকালে বারাসত পুণ্যতীর্থে পরিণত হইয়াছিল। প্যারীচরণ সরকার, মদন মোহন তর্কালঙ্কার প্রভৃতি এখানে জেলা-স্কুলের শিক্ষক ছিলেন। কালীকৃষ্ণ ও নবীনকৃষ্ণ মিত্র সহোদরদ্বয়ের প্রতিষ্ঠা ও প্রতি