পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র > রাখিয়াছিলেন । এক দিকে অগ্নি জালাইয়া রাখিতেছিলেন জার এক দিকে ধূম এবং ভারাশি দূর করিবার ভার নিজেই লইয়াছিলেন। রচনা এবং সমালোচনা এই উভয় কার্ঘ্যের ভার বঙ্কিম একাকী গ্রহণ করাতেই বঙ্গসাহিত্য এত সত্বর এমন দ্রুত পরিণতি লাভ করিতে সক্ষম হইয়াছিল। এই ছুক্ষর ব্রতানুষ্ঠানের যে ফল—তাহাও তাহাকে ভোগ করিতে হইয়াছিল। মনে আছে, বঙ্গ-দর্শনে যখন তিনি সমালোচক-পদে আসীন ছিলেন তখন র্তাহার ক্ষুদ্র শত্রুর সংখ্যা অল্প ছিল না। শত শত অযোগ্য লোক র্তাহাকে ঈর্ষা করিত এবং তাহার শ্রেষ্ঠত্ব অপ্রমাণ করিবার চেষ্টা করিতে ছাড়িত না । কণ্টক যতই ক্ষুদ্র হৌকৃ তাহার বিদ্ধ করিবার ক্ষমতা আছে। এবং কল্পনাপ্রবণ লেখকদিগের বেদনাবোধও সাধারণের অপেক্ষা কিছু অধিক। ছোট ছোট দংশনগুলি যে বঙ্কিমকে লাগিত না, তাহা নহে, কিন্তু কিছুতেই তিনি কৰ্ত্তৰো পরাভূখ হন নাই। তাহার অজেয় বল, কৰ্ত্তব্যের প্রতি নিষ্ঠা এবং নিজের প্রতি বিশ্বাস ছিল। তিনি জানিতেন বর্তমানের কোন উপদ্রব তাহার মহিমাকে আচ্ছন্ন করিতে পারিৰে না, সমস্ত ক্ষুদ্র শব্ৰুৱ ৰুছ হইতে তিনি জনায়াঙ্গে निञ्जयण कब्रिष्ठ भांबिरबन। ७श्बछ फ़ेिब्रकाल डिनि भग्नानमू५. বীরত্বর্ণে.অগ্রসর হইয়াছেন, কোন দিন তীহাকে স্বধবেগ খঞ্জ कब्रिाउ हङ्ग बाहे । সাহিত্যের মধ্যে দুই শ্রেণীর যোগী দেখা যায়, ধ্যাদযোগী এবং