পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* v বঙ্কিম-প্রসঙ্গ কৰ্ম্মযোগী। ধ্যানযোগী একান্তমনে বিরলে ভাবের চর্চা করেন, তাহার রচনাগুলি সংসারী লোকের পক্ষে যেন উপরি-পাওনা—যেন যথালাভের মত । কিন্তু বঙ্কিম সাহিত্যে কৰ্ম্মযোগী ছিলেন। র্তাহার প্রতিভা আপনাতে আপনি স্থিরভাবে পর্য্যাপ্ত ছিল না ; সাহিত্যের যেখানে যাহ। কিছু অভাব ছিল সৰ্ব্বত্রই তিনি আপনার বিপুল বল এবং আনন্দ লইয়৷ ধাবমান হইতেন। কি কাব্য কি বিজ্ঞান কি ইতিহাস কি ধৰ্ম্মতত্ত্ব যেখানে যখনই তাহাকে আবশ্যক হুইত সেখানে তখনই তিনি সম্পূর্ণ প্রস্তুত হইয়া দেখা দিতেন। নবীন বঙ্গসাহিত্যের মধ্যে সকল বিষয়েই আদর্শ স্থাপন করিয়া যাওয়া তাহার উদেষ্ঠ ছিল। বিপন্ন বঙ্গভাষা আৰ্ত্তস্বরে যেখানেই ੋੜ আহবান করিয়াছে সেইখানেই তিনি প্রসন্ন চতুভূজ মূৰ্ত্তিতে দর্শন । দিয়াছেন। কিন্তু তিনি যে কেবল অভয় দিতেন, সাত্ত্বনা দিতেন, অভাব পূর্ণ করিতেন, তাহা নহে, তিনি দর্পহারীও ছিলেন ! এখন যাহারা বঙ্গসাহিত্যের সারথা স্বীকার করিতে চান তাহারা দিনে নিশীথে বঙ্গদেশকে অত্যুক্তিপূর্ণ স্তুতিবাক্যে নিয়ত প্রসন্ন রাখিতে চেষ্টা করেন কিন্তু বঙ্কিমের বাণী কেবল স্তুতিবাদিনী ছিল না, খড়গধারিণীও ছিল। বঙ্গদেশ যদি অসাড় প্রাণহীন ন হইত তবে কৃষ্ণচরিত্রে বর্তমান পতিত হিন্দুসমাজ ও বিকৃত হিন্দুধর্মের উপর যে অস্ত্রাবাত আছে সে আঘাতে বেদনাবোধ এবং কথঞ্চিৎ চেতনা লাভ করিত। বঙ্কিমের দ্যায় তেজস্বী প্রতিভাসম্পন্ন ব্যক্তি ব্যতীত অীর কেহই