পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্র। তাহার পর পচিশ বৎসর কাটিরা গিয়াছে। কিন্তু সেদিনেৰ কথা এখনও আমার মনে পড়ে। দুঃখের দিনেও মনে পড়ে, সুখের দিনেও মনে পড়ে। কুচিস্তা যখন উভয়কেই গ্রাল করে, তখনও মনে পড়ে ; দুৰ্ব্বছ জীবনকে বহনীয় ও সহনীয় করে। জীবনের স্মরণীয় দিনগুলির পর্যায়ে আনন্দময় পৰ্ব্বাহের মত আমার স্কৃতিপটে সে দিন উজ্জ্বল হইয়া আছে। সেই দিন প্রথম আমি নূতন বাঙ্গালার সাহিত্যগুরু বঙ্কিমচন্দ্রকে দেখি; তাহার কথা শুনি, তাহার পদধূলি গ্রহণ করিয়া ধন্ত হই। সেই দিন প্রথম আমার বঙ্কিম-ভক্তি চরিতার্থ হয় । সে দিনের কথা কি তুলিবার ? আমি ও মুল্লী--তখনকার মুন্নী—এখানকার জ্ঞানেন্দ্রনাথ গুপ্ত আই,সি,এস-রঙ্গপুরের ম্যাজিষ্ট্রেট-বঙ্কিমবাবুর দরবারে আমাদের আবেদন পেশ করিবার সঙ্কল্প করি। মুন্নী তখন "সাহিত্যে” আমার সহায় ছিলেন। এই সময়ে বঙ্কিম বাবুর কয়েক জন বন্ধুর সহিত আমাদের পরিচয় হইয়াছিল। অর্থাৎ, আমরা যাচিয়া তাহাদের সহিত আলাপ করিয়াছিলাম, এবং কাহারও স্নেহ, কাহারও