পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিম-প্রসঙ্গ ○2ソ ঢাকিয়া রাখিয়াছিল। জীবন বিফল হইয়াছে, সে আশা ধুলায় লুটাইয়াছে – কিন্তু অতীতের স্মৃতি আছে। এখন আমার পক্ষে তাহাও সুন্দর । জানি পাঠকের পক্ষে নয় । কিন্তু সেই স্কৃতির চিত্রশালা হইতে ক্ষুদ্রের প্রতি বঙ্কিম চন্দ্ৰেৰ স্নেহ, তাহার তুচ্ছ ঘটনা মনে করিয়া রাখিবার স্মৃতি আজ আহরণ করিয়া দিলাম। পদি পাঠকের মনের মত ও সম্পাদকের অনুমতি হয় পরে চার ও বলিব ।