পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২২ दक्रिभङ्गञ्ज R আমাদের যৌবনে পিতামহ ভীষ্মকে My dear friend বলিবার অধিকার বা শ্রদ্ধাভাজনকে সামোর সমতলে টানিয়া আনিয়া সমকক্ষভাবে “ভিজিট’ দিবার রীতি ছিল না । এই জন্ত একটা উপলক্ষ না জুটলে বঙ্কিম বাবুর নিকট যাইতে পারিতাম না। প্রথম প্রথম মাসে একবার করিয়া সে সুযোগ ঘটত। “সাহিত্য” বাছির হইলে বঙ্কিম বাবুর জন্য লইয়া যাইতাম। বঙ্কিম বাবু প্রথমেই লেখক ও লেখিকার নাম দেখিতেন। নূতন নাম দেখিলে পরিচয় জিজ্ঞাসা করিতেন।

  • সাহিত্যে” “বঙ্কিমচন্দ্র” শিরোনামে অনেকগুলি সনেট ছাপা হইয়াছিল। কবি বঙ্কিমবাবুর উপন্যাসের নায়ক-নায়িকাদের প্রায় প্রত্যেকের উপর এক একটী সনেট লিখিয়াছিলেন। সনেটগুলির নীচে কাহারও স্বাক্ষর ছিল না । মলাটে নাম ছিল।

একদিন অপরাহে বঙ্কিমবাবুর সহিত দেখা করিতে গিয়াছি । তখন একটু প্রশ্রয় পাইয়াছি। সাহস হইয়াছে। মাঝে মাঝে দেখা করিতে যাই । বঙ্কিম বাৰু সে দিন পূৰ্ব্বকথিত বৈঠকখানায় বসিয়া ছিলেন। আমাকে দেখিয়াই বলিলেন,-“এস, ভাল ত ?” আমি প্ৰণাম করিলাম। বঙ্কিম বাবু বলিলেন, "বঙ্কিমচন্দ্র আমার বেশ লাগিয়াছে। তুমি ত বেশ কবিতা লিখিতে পার। এ কথা ত আগে আমায় বল নাই ? আমি বলিলাম,“আজ্ঞে। আমি লিখি নাই” । বঙ্কিমবাবু একটু হাসিয়া বলিলেন,“উহাতে নাম নাই দেখিয়া