পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিম-প্রসঙ্গ 9.9 আমি মনে করিয়াছিলাম,—সম্পাদকের লেখা ; না, তুমি লজ্জা করিতেছ?” - আমি সেই কবিতাগুলির লেখক হইলে বঙ্কিমবাবুর প্রশংসাটুকু আত্মসাৎ করিতে পারিতাম। সে সৌভাগ্য না হউক, আমি সনেটগুলি বঙ্কিমবাবুর ভাল লাগিয়াছে শুনিয়া একটু গৰ্ব্বের, একটু গৌরবের মুখ ভোগ করিতেছিলাম। কারণ, যাহার লেখা র্তাহার গৌরবে আমারও আনন্দিত হইবার কথা ছিল। প্রথম জীবনে পরিবারের বাহিরে আমরা যে বৃহত্তর পরিবারের রচনা করি, লেখিকা সেই পরিবারের একজন ছিলেন, আমাকে দাদা বলিতেন । বঙ্কিন বাবু আমাকে আবার জিজ্ঞাসা করিলেন, “কে লিখিয়াছেন ?” আমি তাড়াতাড়ি বলিয়া ফেলিলাম, “পুটর লেখা” । বঙ্কিম বাবু হাসিতে হাসিতে বললেন, “পুট পুট কে ?” আমি অপ্রতিভ হইয়া বলিলাম,“সরোজকুমারী দেবীর লেখা, বাড়ীতে পুট বলিয়া ডাকে,—মুীর বোন।” বঙ্কিম বাবু।–“ঘনশ্যামের মেয়ে।” আমি।–“না, মথুর বাবুর মেয়ে " বঙ্কিমবাবু বলিলেন, “মখুর বাবুর মেয়ে ? তুমি পু ডাকে, তা হলে তোমাদের চেয়ে ছোট ?” আমি।–“আজ্ঞে হা-চোঁদ পনর বছরের বেশী বয়স নয়।” বঙ্কিমবাবু খুব আনন্দ প্রকাশ করিলেন, বলিলেন, “বেশ పి. বলে {3