পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

433e বঙ্কিমচজ আমাদের অনেকের একমাত্র প্রমাণ বটে ; কবিতায় ত কথাই নাই ; তবে তাহা সঙ্গত হওয়া চাই। যাহা কানের জন্য রচা হয়, কান পর্য্যন্তই যাহার গতি, কানেই তাহার স্থিতি, এবং কানেই যাহার চরম পরিণতি বা জীবন্মুক্তি, তাহা প্রমাণের জন্য কান ভিন্ন প্রাণের অপেক্ষা করিবে না । তবে একটা মনে রাখিলে মন্দ হয় না,—আমরা সকলেই বঙ্কিমচন্দ্রের কান লইয়া জন্মগ্রহণ করি নাই, আমাদের কান সম্ভবত: বঙ্কিমচন্দ্রের কানের অপেক্ষ একটু দীর্ঘ। তবে হ্রস্ব-দীর্ঘ জ্ঞানও অবত বিধাতা নিজের ওজনে দুনিয়ায় দান করিয়া থাকেন। তাহা না হইলে, এষ্ট কয়টা কথা বলিবার জন্য এতটা স্থান নষ্ট করিতাম না।