পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্কিম- প্রসঙ্গ ©5ፃ বঙ্কিমবাৰু যেন আমাদের পড়িবার জন্তই উপহাস লিখিতেন ? বঙ্কিমবাবু এ ধৃষ্টতাটুকু ক্ষমা করিয়া বলিয়াছিলেন, “তা ঠিক বলিতে পারি না । তবে অনেক দিন থেকে একটা জিনিস লিপিবর ঠাল আছে,-হইয়া উঠিতেছে না। বৈদিক যুগের ছবি দিয়া একখানা উপন্যাস লিখিব। তবে—তইয়া উঠিলে কি না, বলিতে পাব •li " বঙ্কিমপাব অনেক দিন বৈদিক সাহিত্যের জালোচনা করিয়াছিলেন : বেদের দেবতা, ধৰ্ম্ম প্রভৃতি সম্বন্ধে প্রবন্ধও লিখিব।ছলেন। সেই সময়েই বোধ হয় এই সঙ্কল্লেয় উদয় হইয়াছিল । কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে তাঙ্গ 'হষ্টয় উঠবার পূৰ্ব্বেষ্ট বঙ্কিম পাবু ইহলোক ত্যাগ করিলেন । আমি জিজ্ঞাস করিলাম, “আপনি কি আরম্ভ করিয়াছেন : ' বঙ্কিমবাবু বলিলেন, “না ; আরম্ভ করিতে পারিলে শেষ হইব। যায়। — যদি লিখিয়া উঠিতে পারি, এবং তোমাদের ভাল লা", ত হ’লে, ইংরেজ করে ছাপান যাবে। কি বল ?” আমার সেই আগ্রহের কথা তখনও বঙ্কিমবাবুর মনে ছিল । আমি একটু অপ্রতিভ হইয়া চুপ করিয়া রহিলাম।

  • 芬 蚤

১২৯৯ সালে বাঙ্গাল দেশে সমুদ্র-যাত্রার আন্দোলন আরম্ভ *ইল । স্বৰ্গীয় রাজা বিনয়কৃষ্ণ দেব বাহাদুর এই আন্দোলনেব নেতা ছিলেন। উভয় পক্ষের আগ্রহ ক্রমে বিরোধের সন্নিহিত २२