পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্কিম-প্রসঙ্গ ‘ථි8ඳ S বঙ্কিমবাবু সেীর্থীন ছিলেন। তাছার আশে পাশে সবই বেশ পরিপাট, পরিচ্ছন্ন, সাজানো দেখিতাম । অগোছালো, বিশৃঙ্খল কিছু চোখে পড়িত না । বঙ্কিমবাবুর পপিছদে বিলাসিত বা পাবুগিরি ছিল না, কিন্তু পরিচ্ছন্নত ও পারিপাট্য ছিল । বাড়ী, তেও বঙ্কিমবাবুর পিরাণের বুকের বোতামের দু’একটা পোলা দেখি নাই । শেষ বয়সে বঙ্কিমবাবু দাড়ী গোফ ফেলিয়া দিয়াছিলেন ; প্রত্যহ কামাক্টতেন। পরামাণিকের অনুপস্থিতির পরিচয় বঙ্কিমবাবুৰ মুপে কখনও দেখিয়াছি, এমন ত মনে হয় ন। সোনার চশমাথানি ঝক ঝক চক্-চক্‌ করিত ! থাপপানি ৭ সেক্টরূপ । ঘরের আসবাব সুবিন্যস্ত, পরিচ্ছন্ন। টেলিলে সেরি ত. কলম, কাগজপত্র, কেতাব প্রভৃতি যথাস্তানে রক্ষিত : কোথাও এক বিন্দু ধূলি নষ্ট। বঙ্কিমবাবু লিখিয়া কলমটি মূৰ্ছিয় স্থাস্থানে বাথিয় দিতেন । গুড়গুড়িটি মাজা, নলটি ধোয়া-মোছা ; মুরলী বড় কলিকায় তাওয়া’ দিয়া উৎকৃষ্ট সুরভি মিঠে তামাক সাজিয়া দিত। বঙ্কিমবার বেশ পিতাইয়া জিরাটরা, ধীরে ধীরে তামাক টানিবার আয়েস ভোগ করিতেন। পাড়ীতে ঢুকিলে, ঘরের চার দিকে চাহিলে মনে হইত, কোথাও কোন ও বিশৃঙ্খল নাই । সাঙ্গিত্যেও বঙ্কিমবাবুর ‘সোর্থীনতা’র পরিচয় পাওয়া যায়। বঙ্কিমচন্দ্র সৌন্দর্যোর কবি ছিলেন। তাঙ্গর কল্পনার সৌনর্য্য,