পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্কিমচন্দ্রের বাল্যশিক্ষা । g-l-ajత్రిత Cడాre বঙ্কিমচন্ধের সময়ে বঙ্গসাহিত্যের পুনরুদ্দীপন হয়। এই সময়ে বিদ্যাসাগর মহাশয় জীবিত—ভূদেব, মধুসূদন, দীনবন্ধু, হেমচন্দ্র, নবীনচন্দ্র, রমেশচন্দ্র, রাজকৃষ্ণ, চন্দ্রনাথ ও অক্ষয়চন্দ্র কলম ধরিয়া ছিলেন। রবীন্দ্রনাথের প্রতিভা তখন ফুটনোন্মুখ। বঙ্গকুলকামিনীগণও লিখিতে আরম্ভ করিয়াছিলেন, তন্মধ্যে প্রধান শ্ৰীমতী স্বর্ণকুমারী। এই সকল লেখকদিগের মধ্যে দু চারি জন বঙ্কিমচন্দ্রের বৈঠকখানায় সমবেত হইলে তাহদের মধ্যে কিরূপ কথোপকথন হইত, কেহ যদি তাহা বিবৃত করিতে পারিত, তাহা হইলে, উছা যে বঙ্গ-সাহিত্য-সমাজে সাদরে পঠিত হইত, সে বিষয়ে কোনও সন্দেহ নাই। এই কথোপকথনে দেশী ও বিদেশী কাব্য ও নানাশাস্ত্রের আলোচনা এবং নূতন পুস্তকাদির সমালোচনাও হইত। ভাটপাড়ার মহামহোপাধ্যায়গণ উপস্থিত থাকিলে চুটুকি বিচারও চলিত। আবার এই কথোপকথনের মধ্যে শান্তিপুরের একটা ভূত কিরূপ সমারোহে তাহার বাপের শ্রাদ্ধ করিয়াছিল, সে গল্পও খকিন্ত ; দীনবন্ধুর গল্প এবং নানাপ্রকার রহস্তের কথাও থাকত। আমি কখনও এই কথোপকথন-বিষয়ে কিছু লিখিবান্ধ চেষ্টা করি