পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলাকান্তের "এস এস বধু এস।” حیمم-سسات تعیت و تحت تسسمجهصد রজনী গভীর। গ্রাম নিস্তব্ধ। এমন সময়ে কোন এক গৃহস্থের বাটীর সদর দরজা হইতে একটী লোক দ্রুতপদে নিস্ক্রান্ত হইয়া কিছু দূরে আসিয়া বন্দুকের একটি আওয়াজ করিল ; সঙ্গে সঙ্গে পল্লীগ্রামের গভীর নিস্তব্ধতা ভঙ্গ করিয়া স্বযুপ্ত গ্রামবাসীদিগকে জাগরিত করিয়া চারিদিক হইতে ঢাক ঢোল বাজিয়া উঠিল। ঐ গৃহস্থের বাটতেও ঐরূপ ঢাক ঢোল বাজিল। মহাষ্টমী রাত্রিতে সন্ধিপূজা আরব্ধ হইল। সেকালে সকলের বাড়ীতে ঘড়ী থাকিত না। সেই জন্য এই বাটার গৃহস্থ বন্দুকের শব্দে অন্তান্ত পূজাবাটীর কর্তৃপক্ষগণকে সন্ধিপূজার সময় জ্ঞাপন করাইতেন। রাত্রি তখন কর্ত, তাহ আমার মনে নাই ; কেন না, বহুকালের কথা। অনুমান দ্বিতীয় প্রহর হইবে —অষ্টমীর চাদ তখনও অস্ত যায় নাই। এই গৃহস্থের বাটীর ভিতর সর্বত্র আলোকময়। যে দিকে চাহিবে, সেই দিকেই আলোকের মালা-ছোটছোট প্রদীপের আলো,সন্ধিপূজার আলো। গুটিকতক বালক ঐ আলোর নিকট ঘুরিয়া বেড়াইতেছিল যেটি নিভিতেছিল, তৎক্ষণাৎ সেইটি জালিয়া দিতেছিল। পূজার দালানেও ঐত্বপ আলো, দশভূজার সম্মুখ হইতে উঠানে নামিবার সিড়ি পর্যন্ত