পাতা:বঙ্কিম-প্রসঙ্গ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এস এস বঁধু এস! 4ఫి —অতিরিক্ত তামাক খাইতাম, এমন কি, মুখ হইতে নল নামিত না। শুনিলে আরও হাসিবেন, আমি এ প্রাচীন বয়সে ধূমপান করিয়া জীবিত আছি। বঙ্কিমচন্দ্র ঘরে প্রবেশ করিবার কিছুক্ষণ পরে ঐ মোসাহেব বাবুটী তাহাকে আত্মীয়তার ভাবে অনেক কথা শুনাইতে লাগিলেন। কলিকাতার লোকে বঙ্কিমচন্দ্র সম্বন্ধে কে কি বলিয়াছিল, তাহাই শুনাইতেছিলেন। বঙ্কিমচন্দ্রের অপরাধ এই যে, তিনি র্তাহার বঙ্গদর্শনে “উত্তর-চরিতে’র সমালোচনা করিতে গিয়া পুরাতন লেখকদলের চাইকে বিদ্রুপ করিয়াছিলেন। পুরাতন দলের লেখকগণ ও তাঁহাদের ভক্তেরা বঙ্কিমচন্দ্রকে যেরূপ গালিগালাজ করিয়াছিল, মোসাহেববাবু তাহ শুনিয়া আসিয়া সে কথাগুলি বঙ্কিমচন্দ্রকে শুনাইতেছিলেন। বঙ্কিমবাবু গালি শুনিয়া কোনও উত্তর দিলেন না । কেবলমাত্র তাহার ক্রযুগল কুঞ্চিত হইল —দুই ভ্ৰ এক হইল। আর সজোরে ঘন ঘন তামাক টানিতে লাগিলেন। খুব বেশী পরিমাণে ধূম উদিগরণ হইতে লাগিল । এই “উত্তর-চরিতে”র—সমালোচনা সম্বন্ধে আরও একটা কথা এখানে মনে পড়িয়া গেল। বঙ্গদর্শনের এক জন প্রসিদ্ধ লেখক একদিন ঐ প্রবন্ধ পাঠ করিয়া বঙ্কিমচন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, “পুরাতন দলের চাইকে বিদ্রুপ করা হইয়াছে কেন ?”

  1. बान्धावनई প্রবন্ধের পুনৰুজ্ঞানকালে বিক্ৰপৰৰাষ্ট্ৰলি তুলির निम्नांझिरजन !