পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5 οιν' অতএব আমাদিগের পুরুষকারের লাঘব ছিল বলিয়াই এই পরাভব হইয়াছে। এক্ষণে আমাদের কর্তব্য, যাহাতে আমাদিগেরও ঐরূপ অস্ত্রের অপ্রতুল না হয় ।” জীব। সে অতি কঠিন ব্যাপার। সত্য। কঠিন ব্যাপার জীবানন্দ ? সন্তান হইয়া তুমি এমন কথা মুখে আনিলে ? সম্ভানের পক্ষে কঠিন কাজ আছে কি ? জীব । কিপ্রকারে তাহার সংগ্ৰহ করিব আজ্ঞা করুন । সত্য। সংগ্রহের জন্য আমি অদ্য রাত্রে তীর্থযাত্রা করিব । যতদিন না ফিরিয়৷ আসি, ভত দিন তোমরা কোন গুরুতর ব্যাপারে হস্তক্ষেপণ করিও না । কিন্তু সত্তানদিগের একতা রক্ষণ করিও । তাহাদিগের গ্রাসাচ্ছাদন যোগাইও, এবং মার রণ জয়ের জন্য অর্থ ভাণ্ডার જૂ করিও। এইভার তোমাদিগের হুই জনের উপর রহিল । ভবানন্দ বলিল, “তীর্থযাত্রা করিয়া এ সকল সংগ্রহ করিবেন কিপ্রকারে ? গোলাগুলী বন্ধুক কামান কিনিয়া পাঠাইতে বড় গোলমাল হইবে । আর এত পাইবেন বা কোথা, বেচিবে বা কে, আনিবে র। কে ?” সত্য । কিনিয়া জানিয়া আমরা কৰ্ম্ম নিৰ্ব্বাহু করিতে পারিব না। আমি কারিগর পাঠাইয়। দিব, এইখানে প্রস্তুত করিতে হইবে । , জীব। সে কি এই আনন্দ মঠে ? সত্য। তাও কি হয়। ইহার উপর বঙ্গদর্শন । ( আষাঢ় । আমি বহুদিন হুইভে চিন্তু করিতেছি । ঈশ্বর অদ্য তাহার সুযোগ কবিয়া দিয়াছেন । তোমরা বলিতেছিলে, ভগবান প্রতিকূল, আমি দেখিতেছি তিনি অনুকূল। ভব । কোথায় কারখানা হইবে । সভ্য । পদচিহ্নে । জীব । সে কি? সেখানে কি প্রকারে হইবে ? . সত্য । নহিলে কি জন্য আমি মহেন্দ্র সিংহকে এ মহাব্ৰত গ্রহণ করাইবার জন্য এভ অকিঞ্চন করিয়াছি ? - ভব । মহেশ্ন কি ব্রত গ্রহণ করিমাছেন ? সত্য । ব্রত গ্রহণ করে নাই, করিবে । আজ রাত্রে তাহাকে দীক্ষিত করিব । জীব । কই, মহেন্দ্র সিংহকে ব্রত গ্রহণ করাইবার জন্য কি অকিঞ্চন হুইয়াছে, ভাহা আমরা দেখি না । তাহার স্ত্রী কন্যার কি অবস্থা হইয়াছে ? কোথায় তাহাদিগকে রাখিল ? আমি আজ একটি কন্যা নদী তীরে পাইয়া, আমার ভগিনীর নিকট রা খিয়া আসিয়াছি। সেই কন্যার নিকট একটা সুন্দরী স্ত্রীলোক মরিয়া পড়িয়াছিল । সে ভো মহেঞ্জের স্ত্রী কন্যা নয় ? আমার ভাই বোধ হইয়াছিল । সত্য । সেই মহেন্দ্রের স্ত্রী কন্যা । ভবানন্দ চমকিয়া উঠিলেন। তখন তিনি বুঝিলেন যে, যে স্ত্রীলোককে তিনি ঔষধ-বলে পুনর্জীবিত করিয়াছিলেন সেই মহেঞ্জের স্ত্রী কল্যাণী । কিন্তু এক্ষণে কোন কথা প্রকাশ কয়। আবশ্বক বিবেচন৷ করিলেন না । *ško