পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Q - ১ ১২৮৮ । ) সত্য। গোস্পদে যেমন জল । শাত্তি । সম্ভানদিগের বাহুবল কি আপনি কখন পরীক্ষা করিয়া থাকেন ? সত্য । থাকি । এই বলিয়া সত্যানন্দ, এক ইস্পাতের ধমুক, আর লোহার কতকটা তার আনিয়া দিলেন, বলিলেন যে এই ইস্পাতের ধন্থকে এই লোহার তারের গুণ দিতে হয় । গুণের পরিমাণ তুই হাত । গুণ দিতে দিতে ধনুক উঠিয়া পড়ে, যে গুণ দেয়, তাকে ছুড়িয়া ফেলিয়া দেয়। যে গুণ দিতে পারে, সেই প্রকৃত বলবান। শাক্তি ধনুক ও তার উত্তমরূপে প রীক্ষা করিয়া বলিল “সকল সস্তান কি . এই পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছে ?” সত্য । না, ইহাদ্বারা তাহাদিগের বল বুঝিয়াছি মাত্র । শাত্তি । কেহ কি এ পরীক্ষায় উত্তীর্ণ হয় নাই । সত্য । দুই জন মাত্র । শাক্তি । জিজ্ঞাসা করিব কি, কে কে ? সত্য । নিষেধ কিছু নাই। এক জন আমি । শাস্তি । দ্বিতীর ? সত্য । জীবানন্দ । শাস্তি ধনুক লইল, তার লইল, অবহেলে তাহাতে গুণ দিয়া, সত্যানন্দের চরণতলে ফেলিয়া দিল । সত্যানন্দ বিস্মিত, ভীত এবং স্তক্তিত হইয়া রছিলেন। কিয়ৎক্ষণ পরে বলিলেন, “একি ? তুমি দেবী না মানবী ?” चन्नोनमा भर्छ । S(t শাস্তি করযোড়ে বলিল, আমি সামান্য মানবী। কিন্তু আমি ব্রহ্মচারিণী । সত্য। তাই বা কিলে ? তুমি ভৈরবী নও, বৈষ্ণবী নও, তবে কি বালবিধবা ? না বালবিধবারও এত • বল হয় না, কেননা তাহারা একাহারী । শাস্তি । আমি সধবা । সভ্য । তোমার স্বামী নিরুদিষ্ট । শাস্তি । উদৃিষ্ট । র্তাহার উদ্দেশেই আসিয়াছি । সহসা মেঘভাঙ্গ রৌদ্রের ন্যায় স্মৃতি সত্যানন্দের চিত্তকে প্রভাসিত করিল। নন্দের স্ত্রীর নাম শান্তি । তুমি কি জীবানন্দের ব্রাহ্মণী ?” এবার জটাভারে নবীনানন্দ মুখ ঢাকিল যেন কতকগুলা হাতীর শুড়, রাজীবরাজির উপর পড়িল । সত্যাননা বলিতে লাগিলেন “কেন এ পাপাচার করিতে আসিলে ?” শান্তি সহসা জটাভার পৃষ্ঠে বিক্ষিপ্ত করিয়া উন্নত মুখে বলিল, “পাপাচরণ কি প্রভু ? পত্নী স্বামীর অনুসরণ করে, সে কি পাপাচরণ ? সস্তানধৰ্ম্মশাস্ত্র, যদি একে পাপাচরণ বলে, তবে সত্ত্বান ধৰ্ম্ম অধৰ্ম্ম । আমি তাহার সহধৰ্ম্মিণী, তিনি ধৰ্ম্মাচরণে প্রবৃত্ত, আমি তাহার সঙ্গে ধৰ্ম্মাচরণ করিতে আসিয়াছি । শাত্তির তেজস্বিনী বাণী শুনিয়া, উন্নত গ্রীব, স্ফীত বক্ষ, কম্পিত অধুর এবং