পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S २२ গোসাইট্রিগকে শান্তি অরণ্যের নিবিড় অংশ দেখাইয়া দিল । জীবানন্দ শান্ডিকে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, • “বৈষ্ণবদিগকে এত দুঃখ দিয়া তোমার কি ফল? ও বনে গেলে কি ওরা ফিরিবে? সাপেই থাক, কি বাঘেই থাক।” শাক্তি । যখন বৈষ্ণব স্ত্রীলোকের নাম শুনেছে, তখন কি একটু কষ্ট না পেলে ফিরিবে না। তা না হয় ফিরাইতেছি । এই বলিয়া শান্ডি গোসাইজিদের ডাকিয়া বলিলেন, “আপনার একটু সতর্ক থাকিবেন । কি জানি ভৌতিক মায়ায়ও হইতে পারে ।” শুনিয়। একজন গোসাই বলিল, “ তাই ! সম্ভব । নছিলে স্ট্রীলোক কোথা হইতে আসিবে।” গোসাইয়েরা সকলেই এই মতে মত দিল। ভৌতিক মায়া স্থির করিয়া সকলেই মঠে ফিরিল । জীবানন্দ বলিল “এলে, আমরা এইখানে বসি—এ ব্যাপার টা আমাকে বুঝাইয়া বল—তুমি এখানে কেন-কি প্রকারে আসিলে—এ বেশই বঙ্গদর্শন । ৫. ( আষাঢ় । বা কেন? এত রঙ্গই বা কোথায় শিখিলে ? শান্তি বলিল “আমি কেন আসিলাম ? —তোমার জন্য আসিয়াস্থি । কি প্রকারে আসিলাম ?—হঁাটিয়া । এ বেশ কেন ? আমার শক । আর এত রঙ্গ শিখিলাম, কোথায় ? একটি পুরুষমানুষের কাছে। সব ভোমায় ভাঙ্গিয় বলিব । কিন্তু এখানে রনে বসিব কেন ? চল তোমার কুঞ্জে যাই । জীব । আমার কুঞ্জ কোথায় ? *ांख् ि। भदले । 蠍。 জীব । সেখানে স্ত্রীলোক, যাইতে আসিতে নিষেধ । শাত্তি। আমি কি স্ত্রীলোক ? জীব । আমি মহারাজের নিয়ম লঙ্ঘন করিব না । শান্তি । আমার প্রতি মহারাজের অনুমতি আছে। কুঞ্জেই চল, সব বলিতেছি । বিশেষ ঘরের ভিতর মা গেলে আমার দাড়ি খুলিব না। দাড়ি না খুলিলে তুমি এ পোড়ার মুখ চিনিতে পারিবে না। fছ! পুরুষ এমন!” ভমিষ্ট শিশুর প্রতি। এস রে মানৰ শিশু, এস ধরাতলে ; ভাবিছ, সে হেতু পাবে তাদের ত্বৰ্গতি ? নয় মাস অন্ধকারে করেছ নিবাস, মুদ্রিত নয়নে কিবা করিছ কল্পনা ! আলোকের স্পর্শে কেন করই ক্রনন । জেনেছ কি এ জগতে তুখের সাগরে, দেখেছ কি লক্ষ খেতে মায়ারূপ জাগ ? তরঙ্গে আকুল হয়ে সাতারিতে হবে ? পাইয়াছ পিতৃমাতৃ উভয় রছি। —মাতার মায়ায় ভুলি সংসারের ক্রম,