পাতা:বঙ্গদর্শন-অষ্টম খণ্ড.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२६२ ঐ কোমলস্বর অনুপ্রাণিত। ঐ কোমলতা লইয়া প্রকৃতি পূর্ণতাপ্রাপ্ত হইয়াছে, প্রকৃতি আপনাকে সার্থক মনে করিতেছে। তুমি দেখ আর নাই দেখ, ভূমি বুঝ আর নাই বুঝ, প্রকৃতি ঐ কোমলতার গুণে পূর্ণতার ভাবে ভোয় হইয়া রহিয়াছে, সজীবঙ্গ অনুভব করি তেছে, আপনার প্রাণবায়ু আপনি প্রত্যক্ষ করিতেছে। ফুল, তুমি মরুভূমিতে ফুটিও, নহিলে মরুভূমি প্রাণশূন্য হুইবে এবং মহাশক্তি শক্তিহীন হইবে । বিশ্বনিন্দিত পৌরাণিক কবি ইহা বুঝিতেন। বুঝিয়া বিকটদশনা, 娜 নয়ন, খড়গধারিণী, অসুরঘাতিনী, রক্তাক্তকলেবরা রণরঙ্গিণীকে কোমলতম নীলোৎপলসদৃশ অপরাজিতায় স্থশোভিত করিয়াছেন। মরুভূমিতে ফুল না ফুটিলে মরুভূমি কি পৃথিবীতে থাকিত ? ন মহাশক্তির প্রকৃতশক্তি বুঝা যাইত ? মরুভূমিতে ফুল না ফুটিলে আকাশের নক্ষত্র কেমন করির মরুভূমিকে পৃথিবী ৰলিয়া চিনিত ? তুমি মরুভূমি দেখ আর নাই দেখ, কিন্তু মরুভূমিকে ত নক্ষত্রের কাছে পরিচিত হইতে হইবে । তাই মরুভূমিতে ফুল ফোটে। ফুলডোর ব্যতীত পৃথিবীকে আকাশের সহিত বাধা যায় না । মহারণ্যে মহান্ধকার । কোথাও কিছু দেখিতে পাওয়া যায় না—যেন কোথাও কিছু নাই । সেই ভীষণ অন্ধকারের মধ্যে, একটি ফুল ফুটিল । আৰ্য্যকবি গাছিলেন – & ৰঙ্গদর্শন। ऊँौम- * ( ভীয় । জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাস্থ্যতিং ইত্যাদি । g সেই অবধি আৰ্য্য ভক্ত মহাশক্তিয় পদে জবাপুষ্পের অঞ্জলি দিতেছেন । 勢 আৰ্যকবিগণ বুঝিয়ছিলেন যে ফুল জগতের গৃঢ়রহস্য । তাহদের মতন ফুলের ভাষা আর কোথাও কেহ বুঝিতে পারে নাই । গ্রীকৃ কবিগণ ফুলে যত মানসিক সোনাৰ্য্য দেখিতেন, তদপেক্ষ। শারীরিক সৌন্দর্য দেখিতেন। তাছার বেশী ফুল কোরিণথিয়ান্‌-স্তক্সের শিরোপরি চাপাইতেন । রণপ্রিয় রোমানেরা রাজপথে ফুলের মালা ঝুলাইয়া জয়োল্লাল প্রকাশ করিতেন। ইংলণ্ডে সেক্সপীয়র ফুলের ভিতর প্রবেশ কয়িয়া অনেক कुशं वांश्ब्रि कुब्रिङ्ग पञांनिग्नांछ्टिव्जन । কিন্তু সে সকল কথাই পৃথিবীসম্বন্ধীর । Midsummer Night's Dream—to 8 তদপেক্ষা বেশী নাই । কেবল ভারত ফুলে পৃথিবী এবং স্বৰ্গ ফুইই দেখিয়াছে। বাল্মীকি, কালিদাস, তবভূতি ফুলে পৃথিবীর যাছা কিছু দেখিবার তাছা দেখিয়াছেন ; পৌরাণিক কবিগণ ফুলে স্বর্গের অথবা বিশ্বরহস্যের সম্পূর্ণ চিত্র দেখিরাছেন । - ফুল জগতের গুঢ় রহস্য। ফুল জগতের প্রাণ। ফুল-ডোরে স্বর্গ এবং মর্ত্য ধাধা । ফুল ছাড়া গতি নাই, ফুল ছাড়িলে স্বর্গেয় দ্বার খোলা যায় না। অতএব, ভারতসন্তানগণ, তোমাদের পুৰ্ব্বপুরুষ গণের ন্যায় ফুল মাথায়ু করিয়া অগ্রসর