পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৮

  • -isor or --- ്~ങ്ങ

भश्बा ও বাহ জগৎ। (পশম আয় ১৯৮৪ । | . =༣,་མཆག་་ ནི་ श्रृ .* • صعتختنقتضمنفصح5لا | নীল নদের জল বৃদ্ধি পাইয়া উপত্যক জল বাড়িতে ञांब्रह झग्न, শতদিন বুদ্ধির | সময়, এই সময়ে প্রায় ১৩ । ১৪ হাত ... I জল বাড়ে। অনস্তর জল কমিতে থাকে, | এবং প্রায় চরিমাসে নদের পূর্বাবস্থা প্রাপ্তি ঘটে। বর্ষার জল হইতে যে পলল পড়ে, তাহাতেই প্লাবিত ভূমি উবর্বর হয় ; এবং জল সরিতে সরিতেই " . মিসরবাসীরা ক্ষেত্রে বীজ বপন্ন করে । নীলনদ মিসরের দক্ষিণ প্রাণ্ডে প্রবেশ করিয়া উত্তর সীমাপর্যন্ত যাইয়া ভূমধ্যসাগরে পড়িয়াছে । সুতরাং নীলনদের উপত্যক সঙ্কীর্ণ হইলেও অতিদীর্ঘ ও অবিচ্ছিন্ন। জলপথে সৰ্ব্বত্রই যাতায়াতের সুবিধা । বৎসরের মধ্যে আটমাস উত্তর দিক্ হইতে বাতাস বহিতে থাকে, ইহাতে পালভরে স্রোতের প্রতিকূলে - || অনায়াসে নৌকাযোগে দক্ষিণাভিমুখে যাওয়া যায় । স্রোতের সাহায্যে দক্ষিণ | হইতে উত্তরাভিমুখে গমন করাও সহজ। | জল বায়ু সৰ্ব্বত্রই সমান। ভূমিকম্প | পাতও প্রায় নাই, পৗরামিড প্রভৃতির রক্ষাই ইহার সামান্ত প্রমাণ নহে। নদের 2. জন্তুর দৌরাত্ম্য নাই ! মিসরের পশ্চিমে | বৃহৎ মরুভূমি, । { স্তরে ভূমধ্যমান, দক্ষিণে আফ্রিকার অসত্য জনপদসকল । }সুতরাং বহিঃ ... T५ - পত্যক । শত্রুর আক্রমণের ভয় মিসরবাসীদিগের উৰ্ব্বরত রক্ষা পায় আষাঢ়মাস হইতে o কিরূপ অবস্থা হইবার সম্ভাৰমা । প্রথ করিত। । * - - - - { eङ्कडि डब्रहब নৈসর্গিক ঘটনার উৎ 1 জলপ্লাবনের গুণে উপত্যক প্রদেশে বস্ত | দেশটা একই রাজ্য হইবার সস্তাবনা | "মি, পূৰ্ব্বে লোহিতসাগর, উ-|ঘটয়াছিল। পলল পড়িয়া ভূমি ফ্ৰেঞ্জকার } এই সকল কারণে প্রাচীনকালে দেশের ; মতঃ বর্ষাস্তে কৃষিকাৰ্য্য করিবার যেরূপ : সুবিধা হইত, তাহাতে সাধারণতঃ লোকে | কৃষিজীবী হইবার কথা । দ্বিতীয়তঃ ' জলপ্লাবনে ক্ষেত্র সকল যেরূপ একাকার হুইয়া যাইত, তাহাতে ভিন্ন ভিন্ন ব্যক্তির l ভূমি নির্ণয় নিমিত্ত ভূমিপরিমাণ করিতে | জানা আবশুক হইতু। তৃতীয়তঃ কোন সময়ে নীলনদের জল বাড়িতে ও কোন ৷ সময়ে কমিতে আরম্ভ হয়, ইহা স্থির } করিবার নিমিত্ত নক্ষত্রপুঞ্জ সকলের অাবি ৷ র্ভাব, তিরোভাব বা অবস্থান নিরূপণ করিবার প্রয়োজন হইত । এই সকল । কারণে অতি প্রাচীনকালে মিসরে কৃষিবিদ্যা, ক্ষেত্রতত্ত্ব ও জ্যোতিৰ্ব্বিদ্যার চর্চা- ৷ রন্ত হইয়াছিল, এবং দেশের অধিকাংশ লোকই কৃষিকাৰ্য্যদ্বারা জীবিকা নিৰ্ব্বাহ আবার ভাবিয়া দেখ, সমুদায় দেশট একই উপত্যকা ; মধ্যে কোন মরুভূমি, ' পৰ্ব্বত বা নদী থাকিয়া দেশটাকে খণ্ডে । খণ্ডে বিভক্ত করে নাই; সৰ্ব্বত্র গমন । গমনেরও সুবিধা ছিল। সুতরাং সমুদায় বাস্তৰিক অতি প্রাচীনকাল হইতে ইহাই । উৰ্ব্বর হইয়াছিল, তাহাতে অল্প পরিশ্রমে অনেক শস্য উৎপন্ন হইত। একারণে { & mim stim so -ജ്ഞ്