পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্গ শশ, আঃ ১২৮২ ) cमहे यूक्लीक अर्थशजकलनई डालः বালিয়াছেন। তবে সেকি শৈশব সহচরী কুমুদিনী । তখন দীর্ঘনিশ্বাস ত্যাগ করিয়া, অন্যমনে সেই জাহ্নবীতীরে দাড়াইয়া, একটি অশ্বথ বৃক্ষের পাতা লইয়া, হস্ত দ্বারা তাহ খণ্ড খণ্ড করিয়া জাহ্নবীনীরে প্রক্ষেপ করিতে লাগিলেন এবং কেমন তাহার ক্ষুদ্র বীচিমালা সঞ্চালনে নাচি তেছিল তাহাই দেখিতে লাগিলেন। _ চতুর্থ পরিচ্ছেদ । বালিকার প্রেম তাও বিপদ । এখনও অল্প অল্প বেলা আছে---আম, বকুল, নারিকেলাদির উচ্চশাখায় সুবর্ণ সদৃশ স্বৰ্য্যকিরণ এখনও জলিতেছিল, প্রশান্ত গঙ্গাহৃদয় অতি ক্ষুদ্র বীচিমালাসঞ্চালনে প্রতিস্ফুরিত হইতেছিল। এমত সময়ে দুইটি বালিকা গাত্রধৌত করিতে আসিতেছিল। পথ জনশূন্য, বালিকার অন্য দিন আমোদে আমোদে আসিয়া থাকে, কিন্তু আজ ভয়ে ভয়ে আসিতে ছিল । দেখিল কোথাও লোক নাই, শব্দ নাই, কেবল মাথার উপরে নীল নভোমণ্ডলে পাপিয়ার আকাশব্যাপী রব ! আর পৃথিবীতে জাহ্নবীর মৃছবাত সংস্পশ জনিত মধুর ধ্বনি। বালিকার দ্রুত পাদবিক্ষেপে সঙ্কোচিত নয়নে ইতস্ততঃ | চাহিতে চাহিতে চলিল। তন্মধ্যে কনিষ্ঠা হঠাৎ দাড়াইয়া, অঙ্গুলিদ্বারা গঙ্গাতীর বৰ্ত্তী একটি অশ্বখবৃক্ষ প্রতি নির্দেশ করিয়া . শৈশব সহচরী। জ্যেষ্ঠাকে কহিল, "দেখ, স্বপ্রভ_ঐ { ১৩১: · গাছের আড়ালে কে দাড়াইয়া রহিয়াছে।” { স্বর্ণপ্রভা একাদশবর্ষীয়া আশ্চর্য সুন্দরী, | o তাহার শরীর যুবতীদিগের ন্যায় গুরুত্ব | প্রাপ্ত হুইতেছি #স্বর্ণপ্রভা কহিল “কৈ?” { বয়ঃকনিষ্ঠী" কামিনী ভয়স্বচক মূছ । স্বরে পুনরায় অঙ্গুলিদ্বারা দেগাইল “ ঐ” এবং তৎক্ষণাৎ চীৎকার করিয়া উঠিল, { “স্বর্ণপ্রভা তোর বর লো তোর বর।” } স্বর্ণপ্রভা একবার চাহিয়া দেখিল, পরে } সলজে উৰ্দ্ধশ্বাসে বাটীরদিকে দেীড়িল । । রজনীকান্ত বৃক্ষান্তরাল হইতে সকল দেখিতে ছিলেন । মনে মনে ভাবিলেন, } বুঝি স্বর্ণপ্রভার সহিত র্তাহার বিবাহ l হইলে মুখী হইতে পারবেন, কিন্তু তৎ - ক্ষণাৎ সেই গঙ্গাতটবিহারিণী রমণীর ছায় | হৃদয়মধ্যে অনুভব করিলেন। রজনীর অমনি সকল স্বর্থের আশা অন্তৰ্হিত হইল, । রজনী চিন্তাকরিবার অবকাশ পাইলেন না। } - বালিকা দিগের মধ্যে চীৎকারধ্বনি শুনি লেন। দেখিলেন স্বর্ণপ্রভা দেীড়িতে | দৌড়িতে পড়িয়া গিয়াছেন। রজনী রুদ্ধ- } শ্বাসে গমনপূর্বক স্বর্ণপ্রভাকে হস্ত ধরিয়া | তুলিলেন। স্বর্ণপ্রভা লজ্জায় রক্তিমা: 1 বর্ণ হইল, এবং রজনীর হস্তত্যাগ করিবার জন্য বলপ্রকাশ করিল, রজনীও বলপ্র: কাশ করিলেন; কিন্তু আশ্চৰ্য্য! রজনী - পরাভূত হইলেন। স্বর্ণপ্রভ। কামিনীকে | ইষ্ট গুরু, গঙ্গার শপথ করাষ্টয়া নিষেধ } করিলেন, যেন রজনীকান্তের সস্থিত | তাহার সাক্ষাৎ, কাহারে নিকটে প্রকাশ ।