পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাগিল। যে সকল যুবতী বাসরে বরের ষষ্ঠ পরিচ্ছেদ । বিবাহ, সন্দেহ ভঞ্জন । अना বিবাহরাত্রি। বড় ধুম, স্ববর্ণ পুরের পথ ঘাট জনাকীর্ণ, কত দেশ দেশান্তর ছুইতে কত শত শত লোক বিবাহ দেখিতে আসিয়াছে। বরের বাটী হইতে কস্তার বাট পর্য্যন্ত আলোকময়, ཕྱྭ་རྦ་རི অবিশ্রাস্ত লোক জন যাতায়াত করিতেছে ; রাত্রি এক প্রহরের পর রজনীকান্ত বরবেশে শিবিকারোহণ করিলেন। র্তাহার মূৰ্ত্তি দেখিয়া তাহার স্বজনগণের অসুখ জন্মিল। চারিদিক্ হইতে দর্শকমণ্ডলীর কোলাহলে গগনমার্গ বিদীর্ণ হইতে লাগিল। বৃহৎ অট্টালিকার একটি নিভৃত কক্ষে স্বর্ণপ্রভা সেই গগনভেদী কোলাহল শুনিলেন, র্তাহার হৃৎকম্প হইল, অকারণে মনে ভয়সঞ্চার হইল,স্বর্ণপ্রভ কাদিয়া উঠিলেন। জ্যেষ্ঠা কুমুদিনী তাহীকে ক্রোড়ে লইয়া ভুলাইবার চেষ্টা করিলেন কিন্তু তিনিও কাদিয়া উঠিলেন, কি কারণে কাদিতে লাগিলেন দুই জনের কেহই বুঝিতে পারিলেন না। ক্রমে কোলাহল নিকটবৰ্ত্তী হইল এবং পরক্ষণেই 'পৌরস্ত্রীগণ “বর আসিয়াছে’ বর আসিয়াছে” বলিয়া হুলুধ্বনি ও শঙ্খধ্বনি করিল। স্বর্ণপ্রভার ক্ষণকালের জন্য আছাদে শরীর কণ্টকিত হইল, বর অtসনে গিয়া বসিলেন। তাছার মূৰ্ত্তি দেখিয়৷ পৌরস্ত্রীগণ নানাপ্রকার ব্যঙ্গ করিতে o ~.. শৈশব সহচরী। । ছিলেন, তাহারা বরকে দেখিয়া অস্ফুট ; నిరి | সহিত রহস্য করিবার আশয়ে আদিয়া । স্বরে বলাবলি করিতে লাগিলেন “ও ! আবার কি রকম ? ছোড়া কি नज़ाई করিতে আসুিয়াছে নাকি?” স্বর্ণপ্ৰভাৱ । জননী রজনীক্লাস্তের মূৰ্ত্তি দেখিয়া অঞ্চল দিয়া চক্ষু মুছিলেন। কন্যাকৰ্ত্ত বিষণ্ণ ৷ বদনে সভাস্থ সকলের নিকট অনুমতি । লইয়া বরকে অন্তঃপুরে লইয়া গেলেন ।. স্বর্ণপ্রভা স্ত্রীআচারস্থানে আনীত হইল, কুমুদিনী স্বর্ণের সঙ্গে সঙ্গে আসিল । । স্ত্রীআচার আরম্ভ হইল; দুর হইতে এক । উন্মাদিনী গাইয়া উঠিল । پن যমুনার জলে গিয়ে কদমতলার পানে চেয়ে ন জানি দেখিলা কোন জনে। রজনীকান্ত সচকিত নয়নে চারিদিকে - চাহিতে লাগিলেন, কিন্তু ভিড়ের মধ্যে কি দেখিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল— শরীর কঁাপিতে লাগিল। কন্যাসম্প্রদান হইল,দুই হাত এক হইল, স্বর্ণপ্রভা যাবজীবনের জন্য রজনীকান্তের হইল। সন্ধ্যা । হইতে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, এখন : একবার গভীর নিনাদে মেঘ ডাকিল, । বিদ্যুৎ হানিল, পরক্ষণে প্রবল ঝটিক ] , উঠিল, প্রাঙ্গণের আলে। নিবিয়া গেল, | - পৌরস্ত্রীগণ কোলাহল করিয়া উঠিল, | কন্যার জননী, বর কন্যা বাসরে লইয়া ; যাইবার জন্য बैंड হইলেন। কিন্তু । অন্ধকারে বরকে দেখিতে পাইলেন । । - --