পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলাকাস্তের দপ্তর। >8 羽R守1 I • মশক -- আ রাম বড় বিরক্তই করিল যে! এই ঘরের কোণের মশা গুলা, আর এই সংসারের, কোণের মশা গুলা । কোথা মনে করিলাম, যে একটু মাত্রী 5 gțžāI 44, fg Freedom dans Free will (অদৃষ্ট ও পৌরুষের)তর্কট মীমাংস। করিব, না কোথা হইতে দুই কাহন ক্ষুদ্র পতঙ্গ আসিয়া শরীরের সমস্ত রক্ত শোষণ করিয়া ডবল মাত্রার নেশাটা এক বারে নির্মাত্র করিল! সংসারের ক্ষুদ্র মশক গুলা আরও { বিরক্তকর। কোন একটি বিষয় কীর্য্যের একটু স্বত্রপাত করিয়া কেহ বসিল যদি, অমনি জঙ্গল কর্দম অন্ধকার হইতে পালে পালে পতঙ্গ উড়ডীন হইতে আরম্ভ হইল। মৃদু গুণ গুপ্ত, মৃদু গুণ গুণ, ক্রমে দংশন ও শোণিত শোষণ । পথিতে পড়িলাম, যে অতি অপরিষ্কার জল হইতে মশার উৎপত্তি হয় । বীরা ণসীস্থ জ্ঞানবাপীর অপূৰ্ব্ব পয়োরাশির { আস্বাদ ও আম্রাণের কথা তখন আমার | স্মরণ হইল। হিন্দুধৰ্ম্মের কল্যাণে ও আমার পূৰ্ব্বজন্মের পুণ্যফলে, সেই উদক এক গঙুষ আমি উদরস্থ করিয়াছিলাম, | তাঙ্ক আমার স্মরণ হইল। মনে इहेन সেই জ্ঞানবাপীর এক গঙুষ জল আনিয়া এই জীব তত্বের রহস্ত পরীক্ষা করিব । | কিন্তু জ্ঞানবাপী কাশীধামে,—আর আমি - আজি । অজ্ঞান পাপী নশীধমে । সুতরাং সে জল আমার অতীব দুষ্প্রাপ্য। তখন মনে হইল, যে বোধ হয় কালা পাহাড়ের ভয়ে । বিশ্বেশ্বর সেই পথে পলায়ন করিয়াছিলেন । বলিয়াই তাহার জল ঐরূপ সমল ও তুর্গন্ধ ! হষ্টয়াছে। মানবই হউন আর দেবতাই । হউন, পলায়নের পথে সৌরভ ছুটিবে কেন ? সেই পথ অবশু আলোকইন হইবে,তাহার বায়ু দূষিত হইবে,গন্ধ দুৰ্গন্ধ হইবে, ও জল পঙ্কিল হইবে । তবে আমার স্বদেশে এমন জল বিস্তর পাইব; যে । পথে নবদ্বীপ হইতে লাক্ষ্মণেয় পলায়ন করেন তাহাই আমার বঙ্গের জ্ঞানবাপী, সেই জল হইলেই আমার জীবতত্ত্বের পরীক্ষা হইবে । কিন্তু তাহার'ত চিহ্ন দেখি না। সেই পথ থাকিলে আমি ! সেইখানে একটী মেলা বসাইতাম । নব্য বঙ্গ সস্তানগণকে একবার সেই ধূলা মাখ ইয়া দিয়া বলিতাম, “যাও বাস্থা, . শ্ৰীক্ষেত্রে যাও, যে পথে তোমার ধাৰ্ম্মিক রাজা গমন করিয়াছেন,সেই পথে যাও।” ত!—তাহারও কোন চিহ্ন নাই! বিশ্বে- } শ্বরের পথের জল আনিতে আমি যাইতে | পারিলাম না, বঙ্গেশ্বরের পথের সন্ধাম নাই । তবে এখন প্রসন্নর গেtশালায় আশ্রয় লইতে হইল। স্বয়ং কমলাকান্ত । অনেক বার সেই স্থান হইতে পলায়ন { করিয়াছেন । সেই জলেও কাৰ্য্য হইতে -". } خمینے سننے t