পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্লিওপেট । (ৰঙ্গ শম অt: ১২৮২ | 轟 সন্ন্যাসী পুনরপি ডাকিল, “কুমুদিনি ?” “তুমি যাহার সঙ্গে আসিয়াছিলে তাহার শিবপূজা শেষ হইয়াছে। ঐ দেখ তিনি তোমার জন্য মন্দিরের নিকট দাড়াইয়া রহিয়াছেন,উঠ বাড়ী যাও।” কুমুদিনী ব- ; লিল,আমার ভগিনীপতি ? সন্ন্যাসী বলিল

  • ^ ^ ᏪᏛ - Pంe:G?:824ల933

ক্লিও পেট। বিধির অনন্ত লীলা !—অনন্ত স্থজন ! | একদিকে দেখ, উচ্চ হিমাদ্রি শিখর, ভেদিয়া জীমূত রাজ্য আছে দাড়াইয়া,— প্রকৃতি গৌরবধ্বজা, অচল অটল; অন্য দিকে দেখ নীল ফেণিল সাগর ব্যাপিয়া অনস্ত রাজ্য —সতত চঞ্চল, অচিন্ত্য জীবনে যেন সদা সঞ্চালিত, সদা বিলোড়িত, সদা কম্পিত, গর্জিত । { উপরে অসীম নভঃ নক্ষত্র মালায় । { প্ৰজলিত—কে বলিবে কত কাল হতে? - লিবে কত কাল প্রজ্বলিত রবে ? " লনীর রাজ্য—অনন্ত, অসীম । ল হতে তাহে ভাসিতেছে হায়! অসংখ্য পৃথিবী খণ্ড, কে বলিতে পারে; - কে বলিবে কত কাল ভাসিবে এ রূপে ? ,ங்ண் تاکت | রীর কাপিয়া উঠিল, নিম্পদ হইল। তিনি । i দেখিলেন, এক দীর্ঘাকার ভীষণাকৃতি সন্ন্যাসী তাহাকে ডাকিতেছে। ভয়ে । তাহার অঙ্গ অবশ হইতে লাগিল । আমার বাসরঘর ।” . . “ভয় নাই।” মন্দিরের নিকট হইতে বাম | কণ্ঠে একজন ডাকিল,“কুম আয় আমার | হইয়াছে।” কুমুদিনী আস্তে আস্তে । তীরে উঠিয়া চলিলেন। আবার দাড়াইরা ! সন্ন্যাসীকে জিজ্ঞাসা করিলেন, “আমার ! ভগিনীপতিকে আমাদের সঙ্গে পাঠাও, I আজ যে তাহার বাসর।” সন্ন্যাসীর পশ্চাৎ হইতে কে উত্তর করিল “ এই ; মধ্যে এক খণ্ড বারি !—এক তীরে তার পুণ্য ভূমি ইউরোপ জুড়ায় নয়ন, রঞ্জিত স্বভাবে, শিল্পী-চারু অলস্কৃত ! অন্য তীরে প্রকৃতির প্রকাও শ্মশান, মরুভূমে ভয়স্কৃত ‘ আফ্রিকা ভীষণ । বিধির অনন্ত লীলা ! কে বলিবে হায়! এই দুই রাজ্য এক শিল্পীর স্বজন । লজ্জিত। প্রকৃতি বুঝি তাই রোষ ভরে, . হতভাগ্য আফ্রিকায় করিতে মগন । অনন্ত জলধি জলে, দুই মহা শাখা । করিল প্রেরণ দুই স্বচীরন্ধ পথে— | উত্তরে ভূমধ্য,—পূৰ্ব্বে রক্তিম সাগর । । i দুঃখিনী আফ্রিকা ভয়ে পড়িল কাদিয়া- | “এসিয়া” চরণ তলে; ভারত-গর্ভিণী | দিলেন অভয়, রাখি স্কন্ধের উপরে; to