পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

. . - o –7–ਂ , ',

      • শন, শ্রীঃ ১৮২) বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তান্ত ।

কাজ করিয়াছে টাকাগুলি পাইয়। এই সময়ে আমার মনের মানস সিদ্ধ করিতাম। টাকা না দিয়া রজনী আমার ইহজন্মের মুখ নষ্ট করিয়াছে। আমি তাহাকে না নষ্ট করিব কেন? কিন্তু টাকা | কার? রজনীকান্তের। তবে আমার ক্ষতি কি ? ক্ষতি এই, আমি রজনীকা স্তকে দেখিতে পারি না ; পিছনে কে ?” “পিছনে কে ?” এই কথাটি দেবনাথ পরিস্ফুট স্বরে বলিলেন। পশ্চাৎ ফি- | রিয়া দেখিলেন, অন্ধকারে কিছু বুঝিতে পারিলেন না । কিন্তু যতক্ষণ পথ অতি ক্রম করিয়া চলিলেন, ততক্ষণ মধ্যে | মধ্যে র্তাহার এইরূপ ভ্রান্তি জন্মিতে লাগিল। পরিশেষে রজনীকান্তের অট্টালিকামধ্যে প্রবেশ করিলেন । অন্ধকারে সি হইতেকে স্তীহাকে বলিল “মুখোপাধ্যায় । ১৭১ ীি, মহাশয় এত রাত্রে একটা আলো লইলে { । ভাল হইত,অন্ধকারে সিঁড়িতে পার্বাধিয়া । পড়িয়া যাইবেন ।” . দেবনাথ চমকিয়া উঠিলেন, জিজ্ঞাসা | করিলেন “কে, রজনী বাবু P । রজনী বলিলেন, “আপনারই ভৃত্য।” দেব। এত রাত্রে কোথায় গিয়াছি লেন ? - রজনী। কোথায় যাইব ? আপনার বাড়ীতেই আছি। আপনি কোথায় গিয়া- . ; ছিলেন ? দেব। নিমন্ত্রণে । দেবনাথ কম্পিত কলেবরে শয্যাগৃহে গমন করিলেন। রজনীও আপন শয়ন | মন্দিরে প্রবেশ করিলেন । ড়িতে উঠিতেছিলেন। এমত সময়ে পশ্চাৎ ' - سمهج تعتي يَنيَة تي 4383ة يجم. বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তান্ত । 'অষ্টম প্রস্তাব। সামরিক ব্যাপার। সাগরগর্ভে মহাৰ্ছ রত্নসঞ্চার, এবং ঘোর নির্জন অরণ্যে বিকসিত কুসুম গন্ধ প্রবাহ, লোক সমাগম তাঁহাতে আক { ষিত না হইলেও, নিত্য নিয়মিত ভাবে সম্পন্ন হইয়া থাকে পদে পদে পরপদে দলিত দীর্ঘদিন পরাধীন ভারতে এক- | কালে বল, কীর্য্য, শৌর্য্য, সাহস, বীরত্ব سعده ستكتشتسلسلاحسستتك ও যুদ্ধ কৌশলাদির বরপুত্ৰগণের আবি { ভাব, এবং তাহাদের গৌরবের উচ্চ | মিশন গগনস্পর্শী হইয়া উড্ডীয়মান | হুইত কি না, তাহাতে কি সন্দেহ হয় ? } রাম, লক্ষ্মণ, স্ট্রীষ্ম, দ্রোণ, কর্ণ, সৰ্ব্বজিৎ { অৰ্জুন, অসমুদ্র করগ্রাহী রাজরাজেশ্বর } দুৰ্য্যোধন, জরাসন্ধ, রক্তিদেব ইত্যাদি }