পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-সপ্রাঃ ১২৮ ९1) · বাল্মীকি ও তৎসাময়িক বৃত্তান্ত | 'S ૧૭. o সভায় দূত প্রেরণ দ্বারা রাজতত্ব মীমাংসা করিতেন, যাহার বংশাবলী গ্রীকভূমি পরাজয়ার্থ পারস্যরাজের সৈন্যমধ্যে গণনীয় পদপ্রাপ্ত হইয়াছিলেন, যাহার বংশাবলী জ্যোতিষ এবং অঙ্কশাস্ত্রে জগৎকে শিক্ষা দিয়াছেন এবং যাছার বংশাবলী ভূমণ্ডলের অৰ্দ্ধ খণ্ডেরও ধৰ্ম্মদাতা, সেই জাতি যে প্রাচীনকালে কোন গৌরবযুক্ত নামের কাঙ্গাল ছিল, একথা শুনিব না, এবং শুনিবার যোগ্য ও নহে। কিন্তু সেই সকল নাম কালকবলে নিহিত বা উপন্যাসে পরিণত হইয়াছে ;–সেই সকল পূজনীয় নাম সাগরগর্ভস্থিত মহাৰ্হ রত্ন এবং বিজন অরণ্যস্থিত সুবাস কুমুমের সহ সমভাবত্ব প্রাপ্ত হইয়াছে। বাল্মীকির সাময়িক সমাজ বীরবীৰ্য্য সাহস ইত্যাদির দ্বারা প্রতিপৰ্ব্বে প্রতি | ফলিত। রামায়ণের যুদ্ধকাণ্ড বীরত্ব সাহস এবং স্বপক্ষ হিতৈষিতার আভাসে পরিপূর্ণ। যুদ্ধকৌশল এবং স্বপক্ষ রক্ষণচাতুৰ্য্য নাবাবিধ ও চমৎকার। যুদ্ধপ্র | ৭ালী ব্যুহ রচনাপ্রভৃতি, হোমারিক সময়ের তত্তং বিষয়ের সহ সমজাতীয় । যুদ্ধস্থলে সেনাপতিই সৰ্ব্বে সৰ্ব্বা, তাহা দের হারিজিতের উপর যুদ্ধের ফল প্রধা নতঃ নির্ভর করিয়া থাকে। আনুষঙ্গিক সৈন্যগণ পশুবৎ মরিতেছে ও মারিতেছে। জয়োদ্দেশ্য নগর সকল প্রাকার পরিখায় সমাবৃত, শক্রগণের পক্ষে সহসা সুগম নহে। দেশরক্ষার্থে যদ্রপ দুর্গাদি স্থা: পিত, রক্ষিত এবং অবরোধকালীন ও অসময়ের নিমিত্ত: দুর্গে যেরূপ দ্রব্যাদি H সঞ্চয় করিয়া রাখা হইত, রাজধৰ্ম্ম প্র- } স্তাবে তাহা যথাযথ বর্ণিত হইয়াছে। । সৈন্য চারিবিধ। হস্তী, অশ্ব, এবং রথে আরোহণ করিয়া যাহার যুদ্ধ করে, . তাহার এবং পদাতি (১) অস্ত্র নানা বিধ। শরাসন, চৰ্ম্ম, শর, খড়গ, মুদগর, । পট্টিশ, শূল, পরশু, চক্র, তোমর, শক্তি, পরিঘ, গদা ইত্যাদি। এতদ্ব্যতীত শতঘ্নী । নামক অস্ত্রের বহুল উল্লেখ আছে (২) । রামায়ণের প্রথমকাণ্ডে সপ্তবিংশ সর্গে, ' বিশ্বামিত্র যেস্থলে রামকে মন্ত্রপূত বহু অস্ত্র প্রদান করিয়াছেন, তথায় অভূতপূৰ্ব্ব অশ্রুত বহু বিকট নামযুক্ত অস্ত্ৰ | সমূহের নামোল্লেখ আছে। উহা কবি কল্পনার পরাকাষ্ঠা । যাহা হউক উপরে । যেরূপ অস্ত্ৰ শস্ত্র এবং চতুৰ্ব্বিধ সৈন্যের বিষয় কথিত হইল, তাহাই প্রামাণিক । এবং সম্ভব বলিয়া বোধ হয়। গ্রীকভূমে ৪৭৯ খৃঃ পূঃ প্লেটিয়ার যুদ্ধে জরকসিসের । পক্ষে যতগুলি ভারতীয় সেনা ছিল, তাহারা পদাতি এবং অশ্বারোহী এই দুই ... I অংশে বিভক্ত ছিল । ইহারা কিরূপ : ভারতীয় তাহ বলিতে পারি না । ইহা । দের বৃত্তান্ত হিরোডোটস তাহার পুস্তকে(৩) যক্রপ প্রদান করিয়াছেন, উপরি - (১) বেদে দ্বিবিধ সৈন্য দৃষ্টি হয়, রথী ও পদাতি ৷ : (২) বঙ্গদর্শন ২য় সংখ্যা ৪৯৪ পৃষ্ঠা এই } প্রবন্ধের দ্বিতীয় প্রস্তাব দেখ । () Herodotus Book vir 65. 86, Ix 2882. * * • ' ' .