পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নাটক পরিচ্ছেদ | - (बलwभग শ্রীs, * a s : sts - قاہ প্রস্তাবনা পাচ প্রকার। যথা—উদঘাh ত্যক, কথোদঘাত, প্রয়োগতিশয়,প্রবর্তক ও অবলপিত । . | o উদঘাত্যক । যেখানে ব্যক্তিবিশেষের কথার অভিধেয়কে অপরবিধ অভিপ্রায় গ্রহণপূৰ্ব্বক বঙ্গভূমিতে পাত্রপ্রবিষ্ট হয় তথায় উদঘাত্যক প্রস্তাবনা কহ যায়। মুদ্র রাক্ষস—“প্রিয়ে সেই দুরাত্মা ক্রুরগ্রহ সম্পূর্ণমণ্ডল চন্দ্রকে বলপূৰ্ব্বক অভিভব করিতে ইচ্ছা করিতেছে।” স্বত্রধারের এই অৰ্দ্দোক্তি মাত্র শুনিয়া নেপথ্য হইতে চাণক্য কহিলেন, . “ আঃ আমি জীবিত থাকিতে ক্রুর আগ্রহবিশিষ্ট কোন দুরাত্মা সাৰ্ব্বভৌম চন্দ্রগুপ্তকে অভিভব করিতে ইচ্ছা করিতেছে।” | এখানে অন্য ব্যক্তির প্রক্রান্তবিষয়ের অৰ্দ্ধোক্তির অভিধেয় তাৎপৰ্য্যবশতঃ অর্থাস্তরে পরিণত করিয়া পাত্রপ্রবেশ হইয়াছে, এনিমিত্ত এইখানে উদঘাত্যক কহ । যায়। , |. কথোদাত | | স্বত্রধারের কথা শুনিয়া অথবা তদীয় | কথার তাৎপৰ্য্য অবধারণপূর্বক পাত্র প্রo बिछे इईटश কথোদঘাত নামে প্রস্তাবনা | কহ যায়। যথা রত্নাবলীতে— ।

“বিধাতা যদি অমুকুল হন তবে কি | দ্বীপান্তরিত কি সাগরের প্রান্তস্থিত অথবা ।

| ষয়ে কোন প্রতিবন্ধকতা জন্মে না।” ] কি দিগন্তরগত প্রিয় বস্তু তাহার সহিত অনায়াসেই মিলন হইতে পারে। তদ্বি স্বত্রধারের এই বাক্য শুনিয়া নেপথ্য } হইতে যৌগন্ধরায়ণ সুত্রধারের বাক্যের । সাধুবাদ দিয়া কহিলেন, - “ সকলি সত্য! নতুবা দেখ কোথায় বা | সিংহলেশ্বরের দুহিতা কোথায় বা তাহার { যানভঙ্গ এবং কোথায় বা তাহার কৌশা- ৷ স্বীয়দিগের সহিত মিলন এবং এখানে আনয়ন ইত্যাদি ।” বেণীসংহারেও দেখ । “ পাণ্ডবেরা শ্রীকৃষ্ণের সহিত আনন্দলাভ করুন। যেহেতু শক্রদমন দ্বারা এক্ষণে র্তাহাদিগের বৈরনির্যাতনরূপ অগ্নি নিৰ্ব্বাপিত হইয়াছে। এবং যাহাদিগের । রুধিরে পৃথিবী প্লাবিত হইয়াছে সেই ক্ষত বিক্ষত শরীর কৌরবগণও সভূত্য সুস্থ হউন ৷” সূত্রধারের এই বাক্য পাঠ করিয়া নেপথ্য হইতে ভীমসেন কহিলেন, “রে পাপিষ্ঠ দুরাত্মন আর তোর বৃথা মাঙ্গল পাঠের আবশ্যকতা নাই। এখনও | আমি ভীমসেন জীবিত থাকিতে ধৃতরাষ্ট্রতনয়গণ সুস্থ থাকিবে ?” । . এই কথা বলিয়া স্বত্রধার প্রস্থান করিলে ভীমসেনের প্রবেশ সিদ্ধ হয়। | প্রয়োগতিশয় । | যেখানে এরূপ প্রয়োগে অপরবিধ | প্রয়োগের অবতারণা অনুসারে পাত্র } প্রবেশ স্বসম্পন্ন হয় তথায় প্রয়োগাতিশয় | কহ যায়। যথা- :