পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

---. *--- সখিলে | বিষের জলনে জলি ভব কারাগারে । যাই যেন একেবারে অন্ধকারে মিশিয়া । ছেদিতে পারিব কালে, বল, সই, বল না ? দেবতার বুদ্ধি হত, মানুষের সছে কত, { দুৰ্ব্বল মানব কুল সকলেই বলে; ; . ২১০ কুঞ্জবনে কমলিনী ! .ا ه به چ د ,:۲وټ o, W3 | অবলা মহজে নারী; যন্ত্রণ সহিতে নারি; } | জীবন জুলিছে যেন বাড়ব অমলে ;

ওই দেখ জলধর রোষাবেশে আসিয়া । স্বর্ণময়ী মুখতারা ফেলিল লো গ্রাসিয়া । আমার অন্তরকাশে,যেহুখেৰ তারা হাসে, সে ও লে! বিরহাসে মুক্তপ্রায় বিৰিয়া পশি যেন বাঞ্ছা করে.বিস্মৃতির সরোবরে, । " সখিলে৷ . সরিল জলদদল ; বাহিরিল দেখ না । প্রভাতের প্রিয়তার প্রফুল্পিত-বদন । ঘটিবে কি এ কপালে,বিচ্ছেদ-বারিদজালে দুৰ্ব্বল অবশ তনু, প্রতিক্ষণে হয় তন্ত্ৰ ; কোথা পাব নব বল পূরিতে এ বাসনা ? (অস্তাচলগামী চন্দ্র) - - > - ওই দেখ দাড়াইয়া আকাশের পাশে যামিনী বিলাসী ; পাণ্ডুবৰ্ণ কলেবর, কঁাপিতেছে থর থর, কপোল নয়নজলে যাইতেছে ভাসি ; ছাড়িতে প্রাণের প্রিয়া,ব্যাকুল প্রণয়িহিয়া; প্রেমবিনা এ সংসার অন্ধকার রাশি ; কেনরে গোকুল চাদ ভূলিল আমারে? " . . . . : " বিরহ রাহুর ভরে শশীর এদশ৷ " * -- . . * * * ~ * . গগন মণ্ডলে ; প্রেমের কমল, হায়, মানস সরসে झनग्न গগনরবি, উষার সহিত দেখা দিবে কি আবার ? এ নিশার অবসান হবে কিলো সই ? } | নাথ যায়, বলি হয়, এমন মলিনী । । বল স্বজনিলে বল বঁচিব কেমনে ? : অথবা মরণ ভাল ভামের বিহনে } 3 ফুটিবে কি আর ? : সংসাররঞ্জন-ছবি, ' লোকে মোরে কমলিনী,বলেকেন নিতস্বিনি? অামারে ঘেরিয়া আছে চির অন্ধকার । আর কার কাছে মোর মন কথা কই । 8 কেন সই তোর আঁখি করে ছল ছল বল না আমারে ? ' কি ভাবি হৃদয়ে তোর,উথলে যন্ত্রণঘোর? : কিসে তোর ফুল্লমুখ গ্রাসিল আঁধারে ? বুঝিলাম মোর স্থখ, হরিয়াছে তোর মুখ, সুখ সুখ, ফুখ দুখ, চৌদিকে বিস্তারে। যেখানে বসন্ত যায়, ফুটে ফুলকুল ; যথায় শীতের গতি, সৌন্দৰ্য্য নিৰ্ম্মল . & - স্বজনিলো সরোবরে দেখন কঁপিছে . | - ভয়ে কুমুদিনী, . नग्रन भूडि প্রায়, বেল অবসন্ন কায়, | না আইল মোর নাথ, কেবল বিরহ সখি যাপিতে হইল মম বিষম যামিনী । , নিশা তো হইল গত, বিরহ না যায়। gmingu حسیعی عفسانه কেন হরি নিদারুণ হইলে আমায় r -