পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्-* खta, s५५ ミ) কমপিনী । কুঞ্জবনে বলিতে আমারে তুমি কত ভালবাস, , বৃন্দাবন ধন । কত প্রেমকথা কয়ে, আমায় হৃদয়ে লয়ে, করিতে পুলক কায়ে সাদরে চুম্বন। একেবারে স্বপ্লবৎ, হইল কি সে তাবৎ ? অবল{ ছলিতে তুমি পার কি কখন ? অথবা কপালগুণে—আমি অভাগিনী— অমৃত হইল বিষ, লো প্রিয় ভগিনি । (কোকিল) Ş ওই শুন, স্বজুনিলো, সুললিত স্বরে কে যেন গাইছে গীত, বিহরি অস্বরে ; রাগের তরঙ্গ উঠে, যথা পুস্তধারা ছুটে বিষ্ণু পাদপদ্ম ফুটে, যবে মোক্ষতরে বাধিতে আশার সেতু, পাপবিনাশের হেতু, উড়াতে ধৰ্ম্মের কেতু, এ বিশ্ব ভিতরে, বিশ্বন্ধপ নিরঞ্জন, স্বজিল সহর্ষমন জ্যোতিৰ্ম্ময়ী নীরময়ী গঙ্গায় সত্বরে। - R সঙ্গীত গাইয়। যদি ভ্ৰমিছ গগনে দয়াময় দেব কেহ, নিবেদি চরণে ;--- কহ এ দাসীর কথা, নীলকান্তমণি যথা, . শুনিলে অবশ্য ব্যথা হবে তার মনে । । নাপাইয়া কালাচাদেরকভাস্থ স্থত। কাদে, ; পড়িয়া বিষম ফাঁদে বিরহ দহনে ; অবসন্ন কলেবর, কঁাপিতেছে নিরস্তর, ' . ব্যাকুল বিকল લાભ নিকুঞ্জ কাননে । - vلاتي - নিবাইব কি প্রকারে? এ যে অনিবার। | যে যন্ত্রণ জলিতেছে হৃদয়ে আমার, { |

., wh .

শরীরে চন্দন দানে, বোধ হয় অগ্নি হানে; চন্দ্ৰ যেন হলাহলে বর্ষে বারস্বার ; মলয় পবন ছায়া, হইয়াছে উষ্ণ কায়t;— হায় বিধি ঘটাইলে কি ঘোর বিকার ! 8. - - - - শুন পুনঃ, সহচরি, কে আবার এ বুঝি বসন্ত সখা অমৃত ছড়ায় । মোর দুখে পিকবর, হইয়া কি সকান্তর, এরূপ বিলাপ কর, বল না অামায় ; ! দেখিয়া আমার মুখ,তোমার কি নাহি সুখ, মলিন কি তব মুখ হইয়াছে হয় ? যে যাহারে ভাল বাসে,তার দুখে দুখে ভাসে, প্রণয়ের এই রীতি সতত ধরায় । & বরষিতে তুমি হেথা সুস্বর সলিল, . যখন শ্যামের সনে, বসি সুখে একাসনে, প্রণয়ের আলাপনে আতিল পাতিল, বকিতাম কব কত, মত্তভাবে অবিরত, বর্ষাবরি স্রোস্তমস্ত উল্লাসে আবিগ, আনন্দ তরঙ্গ সঙ্গে, উৎসাহে অন্তর রঙ্গে, লোমাঞ্চিত কলেবর পুলকে শিথিল । ○ প্রফুল্লিত করিবারে নলিনীবদন ; | বিতরেন চারিভিতে সৌন্দর্য্য শোভন । অশ্রত্যাগ বিলাপিনী করে ঘন ঘন ; . পদ্মপত্রে পদ্মদলে, দ্বিগুণ এ দেহ জলে; : ভাল বাস মোরে তুমি জানি হে কোকিল, . হে পিক, তোমার ডাকে আসেন তপন, শুনিলে তোমার গীত, বসন্ত হইয়া প্রীত, . মরে রাই কমলিনী, অমুক্ষণ বিষাদিনী, : ২১১ { সলিল মৃণাল স্থানে নাহি প্রতীকার। } 3