| রক্ষা করিয়াছিলাম। { এক বৃক্ষের ডাল ভাঙ্গিয়া লইয়া, তাহা । { ফিরাইয়া আমার হস্তে প্রহার করিল| আমার হস্ত হইতে দা পড়িয়া গেল। সে 1 मा डूनिब्रा शहेग्रा, जांभारक डिन प्लाब्रि } স্থানে আঘাত করিয়া পলাইয়া গেল । । | আমি গুরুতর পীড়া প্রাপ্ত হইয়াছি| লাম। বহুকষ্টে আমি কুটুম্বের গৃহাভি. মুখে চলিলাম। অন্ধ যুবতী আমার পদশব্দাতুসরণ করিয়া আমার সঙ্গে সঙ্গে আসিতে লাগিল। কিছু দূর গিয়া আর আমি চলিতে পারিলাম না। পথিক লোকে আমাকে ধরিয়া আমার কুটুম্বের বাড়ীতে রাখিয়া আসিল । " . সেই স্থানে আমি কিছু কাল শয্যাগত রহিলাম—অন্য আশ্রয়াভাবেও বটে, এবং আমার দশা কি হয়, তাহ না জানিয়া কোথাও যাইতে পারে না, সে জন্যও বটে, অন্ধ যুবতীও সেই খানে निश्नि । । বহুদিনে, বহুকষ্টে, আমি আরোগ্য লাভ করিলাম। ক্রমে যুবতীর পরিচয় | পাইলাম। তাহার নাম রজনী—পিতার নাম রাজচন্দ্র দাস। আমি যে রাজচন্দ্র দাসের সন্ধান করিতেছিলাম এসেই রাজ চন্দ্র নহে ত? রজনীর নিকট হইতে ঠিকানা জানিয়া | লইলাম। ঠিকানা বলিতে রজনী নি: | o তান্ত অনিচ্ছুক, কিন্তু আমাকে আদেয় তাহার কিছুই ছিল না, কেন না আমি প্রায় আপনার প্রাণ দিয়া তাহার ধৰ্ম্ম । | অসন্মত। পরিশেষে, আমার অনুরোধে | রজনী আপাততঃ সেইখানেই রহিল। । আমি রাজচন্দ্র দাসের অনুসন্ধানে কলিকাতায় গেলাম। তাহার সঙ্গে কথোপকথনে জানিলাম যে, রজনী হরেকৃষ্ণ দাসের কন্যা বটে । তখন আমি রজনীকে কলিকাতায় লইয়া গেলাম। এক নিভৃত গৃহে তাহাকে স্থাপিত করিলাম। সে আমার কাছে স্বীকৃত হইল, যে সে গৃহ হইতে বাহির হইবে না । বা কাহাকেও দেখা দিবে না। তৎপরে আমি প্রমাণ সংগ্রহে যাত্রা করিলাম । পুনরপি গোবিন্দ কান্ত বাবুর কাছে গেলাম। বালার মোকদামার সন্ধান তাহারই কাছে প্রাপ্ত হই। সে মোকদ্দামা বৰ্দ্ধমানে হয়। র্তাহার সাহায্যে অদ্যান্ত প্রমাণও সংগ্ৰহ করিতে সক্ষম হইলাম। বিস্তারে প্রয়োজন নাই। : এখন মোকদ্দামা করিলে, রজনী যে । বিষয় পাইবে তাহ নিশ্চিত বুঝিলাম। : আমার অভিপ্রায়, রজনীকে বিৰাহ করি। | কিন্তু আশ্চর্য্য ! রজনী, আমার জন্য প্রাণ দানেও সন্মত, তথাপি বিবাহ করিতে | সম্মত হইল না। ভাবগতিকে বুঝিলাম । - যে আমি যদি পীড়াপীড়ি করি, তবে ? আত্মহত্যা করিবে । - : কিন্তু যদি আমার সঙ্গে তাহার বিবাহ } না হইল, তবে তাহার বিষয়োদ্ধারে } আমার ইষ্ট কি? আমি দেখিয় বিক্ষিত | হইলাম, যে বিষয়োদ্ধারেও রজনী নিতান্ত । | তাহাতে সম্মত হইল-তাহার উদ্ধার o | نظت سستیننتس — =ع
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২২
অবয়ব