পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| | | _க جيلييه ueBu kBBBBBSBkJSBBB { বঙ্গদর্শন, ঠুৰ ১২৮২) . রজনী। × আমি ষে আহত হইয়া শয্যাগত হইয়াছিলাম, তাহা স্মরণ করিয়া, আমার অমু| রোধে সন্মত হইল! বিষয়োদ্ধারের পর { বিবাহ করিবে, এমত ভরসাও পাইলাম। এবং ইহাও স্বীকার করিল যে, যত দিন । না বিবাহ হয়, ততদিন সে আমার গৃহে, আমার পত্নীপরিচয়ে থাকিবে । বহুকষ্টে এসকল কথা তাহাকে স্বীকার করাইলাম। আমাকেও স্বীকার করিতে হইল, যে যত দিন না বিবাহ হয়, ততদিন আমি তাহাকে পরস্ত্রী বিবেচনা করিব । কেবল আমার ঋণ পরিশোধার্থ রজনী এতদূর স্বীকার করিয়াছিল। তাহার পরে সে কি প্রকারে যে ফঁকি দিল, তাহা বলিয়াছি। toomso ষষ্ঠ পরিচ্ছেদ । রজনীর শান্তিপুরে যাইবার কথা । রাজচন্দ্রদাসকে কাজে কাজেই বলিতে হ ইল। শুনিয়া রাজচন্দ্র বলিল যে, তবে আমি আর কি সম্বন্ধে এখানে থাকি ? আমাকেও বিদায় দিন । অগত্য তাহাও স্বীকার করিতে হইল। রাজচন্দ্রকে একটি বাড়ী কিনিয়া দিলাম। কিছুই মাসিক দিতে স্বীকৃত হইলাম। রাজচন্দ্র সন্তুষ্ট হইয়া নুতন বাড়ীতে গিয়া বাস করিতে লাগিল। রজনীকেও | সেইখানে লইয়া যাইবার জন্য সে অনেক যত্ন করিল, কিন্তু কিছুতেই রজনী, সন্মত হইল না। সে শাস্তিপুরে গেল । কাহাকে আলাপে ; অল্প২ নগদ দিলাম, কাহাকে ঋণের আশায় রাখিলাম । কাহাকেও ঋণ দিলাম কেবল পরামর্শ দিয়া বাধ্য করিলাম--- আমি তখন একা—এক কি করিলাম? : এই কণ্টকময় জীবনারণ্যে ঘুরিয়াং বেড়াইতে লাগিলাম। আপাততঃ কলিকাতাতেই রহিলাম। দেখিব, লোকালয়ে । কি সুখ। লোকের সঙ্গে মিশিতে । লাগিলাম । । লোকও আমার সঙ্গে । মিশিতে লাগিল। অনেক লোক আমার ; বশীভূত হইতে লাগিল। কাহাকে - - কথায় বশ করিলাম, শুধু মিষ্ট কথায়, { কাহাকে অর্থের । | দ্বারা বশ, করিলাম, অর্থাৎ কাহাকে : ন—কর্জ লইলেই শক্র হয়। কাহাকে । কাহারেও পরামর্শ জিজ্ঞাসা করিয়া আরও ! বাধিত করিলাম। কাহারও পীড়ার : | সময়ে আত্মীয়তা করিয়া আত্মীয় করিয়া তুলিলাম,—কাহারও মুখের দিনে মুখ । বাড়াইয়া দিয়া অনুগত করিয়া লইলাম। 1 কাহারও বক্তৃতা লিখিয়। निनांगলোকের কাছে প্রকাশ করিলাম না – | | কাহারও স্বখ্যাতি সম্বাদপত্রে লিখিয়া । তাহাকে ক্রীতদাস করিলাম-কাহারও ৷ শক্ৰনিনা লিখিয়া আরও আপ্যান্বিত । করিলাম। কাহারও কাছে মিষ্ট গল্প | করিয়া বন্ধু করিয়া লইলাম-কাহার | | অমিষ্ট গল্প নীরবে কাণ পাতিয়া শুনিয়া । তাহাকে প্রেমডোরে বঁধিলাম। কাহাকে : হাস্ত পরিহাসে প্রীত করিলাম ; কাহারও ৷ রসমূন্ত পরিহাসে হাসিয়া কিনিয়া রাখি