বিষয়বস্তুতে চলুন

পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

அனானின, ङिt; هي: د t) শিবজি। বস্তু স্থান সমূহে ভাল ভাল অশ্ব জন্মে ; তাহার উৎপত্তিস্থল ভেদে গঙ্গথরী,* ভীমৰ্থয়ী, নীরথী, এবং মানদেশীনামে शृTांड ! অপরাপর পাৰ্ব্বতীয় দেশবাসীদিগের ন্যায় মহারাষ্ট্রায়ের পরিশ্রমী এবং অধ্যবসায়ী। যদিও তাহার রাজপুতদিগের नाग्नि সুত্র ও দীর্ঘদেহ নহে, তথাপি সাহসে ও শক্তিতে তাহার রাজপুতগণtপেক্ষ কোন ক্রমে নূ্যন নহে; এবং বুদ্ধি ও চতুরতায় বোধ হয় ভারতবর্ষীয় কোন জাতিই তাহাদিগের অপেক্ষা শ্রেষ্ঠ নহে। | নহারাষ্ট্রীয় মহিলার অন্যান্য স্থানীয় হিন্দু কামিনী কুলের ন্যায় অন্তঃপুরনি, রুদ্ধা নহেন। তাহাদিগের অনেক দূর স্বাধীনতা আছে; এবং তাহাদিগের মধ্যে অনেকে আশ্বারোহণ করিতে জানেন । মহারাষ্ট্রের প্রাচীন বিবরণ অপ্রাপ্য। কিন্তু বিবেচনা হয় যে এককালে তাহার বিলক্ষণ ক্ষমতা ও সমৃদ্ধি ছিল । খৃষ্ট্রাদের সাৰ্দ্ধদ্বিশত বর্ষ পূৰ্ব্বে এই প্রদেশের টগর নগরে মিসরের বণিকৃগণ বাণিজ্য করিতে আসিতেন ; খৃষ্টীয় দ্বিতীয় শতাদীতেও গ্রীকের তথায় বাণিজ্যদ্রব্য সং গ্ৰহাৰ্থে আগমন করিতেন। এই প্রদেশের গোদাবরীতটস্থ প্রতিষ্ঠান পুরের রাজসিংহাসনে অধিষ্ঠিত হইয়। পরাক্রান্ত শালিবাহন শকাবা প্রচলিত করেন ; এবং এই স্থিত ইলোরা ক্ষোদিত গিরি গহবরমাল দ্বিতল ত্রিতল গৃহ, বিচিত্র গঠিত স্তম্ভ # . ও দেবমূৰ্ত্তি প্রভৃতি অত্যাশ্চৰ্য্য শিল্পকাৰ্য্য । সমূহে পরিশোভিত হইয়া কোন অলৌ- | কিকশক্তিসম্পন্ন প্রতাপশালী জাতির । পূৰ্ব্বাধিপত্যের সাক্ষ্য প্রদান করিতেছে। যখন খ্ৰীষ্টীয় সপ্তম শতাব্দীতে চীনদেশীয় পরিব্রাজক হয়েন্থসং এদেশে আগমন করেন, তখন মহারাষ্টীয়দিগের এত বল বিক্রম, যে দিগ্বিজয়ী রাজচক্রবর্তী কানাকুজাধিপতি হৰ্ষবৰ্দ্ধন সমুদায় আর্য্যাবৰ্ত্ত করতলস্থ করিয়া মহারাষ্ট্র হইতে পরাজিত হইয়া প্রত্যাগমন করেন। মুসলমানদিগের দক্ষিণাপথ প্রবেশকালে* এই প্রদেশস্থ দেবগিরিতে যাদববংশীয় ; রাজা রামদেব রাজত্ব করিতেছিলেন ; ; প্রচণ্ড আল। উদ্দীন তাহার রাজ্যধ্বংস করিলে পর অনেককাল পৰ্য্যস্ত মাহারা- } ষ্ট্রের আর কোন জীবিত লক্ষণ লক্ষিত হয় নাই । . শকাব৷ পঞ্চদশ শতাব্দীর প্রারম্ভ হইতে মুসলমানদিগের লিখিত ইতিবৃত্তে আধার মহারাষ্ট্রীয়দিগের উল্লেখ দেখা যায়। মহারাষ্ট্র তৎকালে দক্ষিণাপথস্থ বিজয়পুরের আদিলসাহী ও আহম্মদ-নগরের নিজামসাহী রাজ্যভুক্ত ছিল। উক্ত প্রদেশেই জগদ্বিখ্যাত কৈলাশধাম সম | * মহারাষ্ট্ৰীয়ের গোদাবরীকে গঙ্গ। বলিয়া থাকে । . . .

  • খ্ৰীষ্টীয় ত্রয়োদশ শতাব্দীতে ।

রাজা রামচন্দ্রের রাজত্বকালে বৈয়া করণ বোপদেব প্রাদুর্ভূত হন। তিনি । ভাগবতপুরাণ লেখক বলিয় প্রবাদ আছে । ছিলেন । घ え〉午 হেমাদ্রি রাজা রামচন্ত্রের মন্ত্ৰী |