পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১৬ দিগেরও নয়ন আছে—তোমার নাই ? শিবজি । , ফুটিতেছে ! এ সংসারে কাহার না नब्बन নাই, নাই, তবে আমারও নাই! আমিও আছে ? গো, মেষ, কুকুর, মার্জার, ইহা | আর চক্ষু চাহিব না। । . . . -- بسيبسسسسسسسيسبيسيبيسني - === stssesة শিবজি । প্রথম পরিচ্ছেদ। মুসলমান রাজত্বকালে আর্য্যকুলে যে সকল বীরগণ জন্মপরিগ্রহ করিয়াছিলেন, তন্মধ্যে, বোধ হয়, কেহই শিবজির ন্যায় ক্ষমতাশালী ছিলেন না । তিনি কেবল ভারতবিজয়ী মোগল পতাকা দলিত ক| রিয়া রাজ্য সংস্থাপন করিয়াছিলেন,এমত নহে; তিনি স্বজাতিকে এরূপ সজীব ও সতেজ করিয়া গিয়াছিলেন, যে র্তাহার | মৃত্যুর অত্যন্ত্রকাল পরেই মহারাষ্ট্রীয় দিগের প্রতাপে হিমাচল হইতে কুমারিক পর্য্যস্ত সমস্ত স্থল কম্পান্বিত হইয়াছিল। ঈদৃশ মহাত্মার জীবনচরিত যত পৰ্য্যালোচনা করা যায়, ততই উপকার লাভের সম্ভাবনা। এজন্য তদ্বিষয়ে প্রবৃত্ত হওয়া গেল । - বাল্যকালে আমরা বুদ্ধলোকের মুখে | যে বর্গিদিগের দৌরাত্ম্য বৃত্তান্ত শুনিতাম, তাহাদিগের অপর নাম মহারাষ্ট্রীয় বা | মারহাট্ট । মহারাষ্ট্র প্রদেশের পূৰ্ব্বসীমা বরদা নদী; উত্তর সীমা সাতপুর গিরিমালা; পশ্চিম সীমা সাগর; দক্ষিণ সীমা । গোয়ানগর इहेड মাণিক দুর্গ পর্য্যস্ত | একটী কল্পিত বক্ররেখা। এই ভূভাগে সহাদ্রি বা ঘাট পৰ্ব্বত সমুদ্র সলিল হইতে দুই তিন সহস্ৰ হস্ত উদ্ধে শৃঙ্গ নিকর তুলিয়া সিন্ধুকুলকে পঞ্চদশ হইতে পঞ্চবিংশতি ক্রোশ দূরে রাখিয়া দক্ষিণে- ! ক্তর ধাবিত হইয়াছে ৷ শৈল-পদতল । হইতে অর্ণব তাঁর পর্যন্ত ভূমিখণ্ডের নাম । কঙ্কণ; তথায় মিবিড় কানন, উচ্চপৰ্ব্বত, . ক্ষুদ্র ক্ষুদ্র নদী, দুরারোহ গিরিসঙ্কট,প্রচুর পরিমাণে লক্ষিত হয় । পাৰ্ব্বতীয় বিভাগে অনেক গুলি স্বাভাবিক দুর্গ আছে; ༡༥༩༥༣༦ সেগুলিকে ফুৰ্ভেদ্য করা : यांच्च । সাধারণতঃ মহারাষ্ট্র শৈলময়; এবং | তাহার জল বায়ু এত উত্তম যে বোধ হয় ভারতবর্ষের আর কুত্ৰাপি এমন নাই। এই প্রদেশে মৰ্ম্মদ, তাপ্তী, গোদাবরী, । ভীম এবং কৃষ্ণ প্রবাহিত রহিয়াছে; : এই সকল নদীর উভয় কুলস্থ ভূমি অত্যন্ত উৰ্ব্বরা; এবং তথায় অনেক শস্য | জন্মিয় থাকে। গোদাবরী ভীম এবং তৎশাখা মীরা ও মান, ইহাদিেअङ्ग डाँ