পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যায় না। সাহজি, লোদির সহিত বিবাদ করিয়া, দিল্লীশ্বরের পক্ষ অবলম্বন করেন এবং २२२ শিবজি । সমরপ্রারম্ভে (১৬২৯ • ) তৰ্জ্জন্য সম্রাট সাজাহানের নিকট হইতে পুনরায় জায়গির সম্বন্ধে একখানি সনন্দ পত্র প্রাপ্ত হন । কিন্তু অল্পদিনের মধ্যেই তিনি মোগল সেনাপতিদিগের প্রতি বি. রক্ত হইয়া পুরাতন প্রভু আহম্মদ নগর পতির দলে প্রত্যাগমন করেন। খৃষ্টাব্দে তিনি তুকাবাই নামী একটা নবীন কামিনীর পাণিগ্রহণ করেন; তা হাতে তেজস্বিনী যাদবনন্দিনী জিজিবাই অভিমানিনী হইয়া শিশু শিবজিকে সঙ্গে করিয়া পিত্রালয়ে প্রস্থান করেন । তদবধি নূতন প্রেমের কুহক বশেই হউক, বা যুদ্ধের বিরামাভাব প্রযুক্তই হউক, সাত বৎসরকাল সাহজি, শিবজি এবং তজননীর সহিত সাক্ষাৎ করেন নাই । ১৬৩৭ খৃষ্টাব্দে তিনি যখন বিজয়পুরে গমন করেন, জিজি বাই তাহার সঙ্গে যান এবং তথায় কিছুদিন থাকিয়া শিবজির বিবাহ দেন। অনন্তর সাহজি পুন জায়গিরের তত্ত্বাবধারক দাদাজি । কণুদেবসন্নিধানে শিবজি এবং তাহার মাতাকে রক্ষণাবেক্ষণার্থে প্রেরণ করিয়া | স্বলতানের আদেশে কর্ণটি যাত্রা করেন। | দাদাজি কণ দেব অত্যন্ত প্ৰভুভ ক্ল ও সন্ধিবেচক ছিলেন । তিনি শিবাজকে { যোদ্ধার উপযোগী শিক্ষা দিতে লাগি । লেন । শিবজি, লিখিতে পড়িতে, এমন কি আপনার নাম সাক্ষর করিতেও শিখি >も95)の " লেন না; কিন্তু ব্যায়াম,অশ্বারোহণ,ভর } প্রহার, তীরনিক্ষেপ, অসিসঞ্চালন, । 巒 প্রভৃতি কাৰ্য্যে বিলক্ষণ পারদর্শী হইয়া উঠিলেন। শিক্ষকের যত্নে হিন্দু ধৰ্ম্মামু মোদিত নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপের | প্রতি র্তাহার বিশেষ অনুরাগ জন্মিল | তিনি কথকদিগের মুখে রামায়ণ, মহাভারত এবং ভাগবতের অমৃতময় কথা । শুনিতে ভাল বাসিতেন । কবিবর্ণিত । প্রাচীন বীরগণের গুণগান শ্রবণ করিতে | করিতে র্তাহার হৃদয় সরোবর উচ্ছসিত হইয়া উঠিত। তিনি কল্পনাপথে র্তাহাদিগের দেবতুল্য মূৰ্ত্তি দেখিতে পাইতেন, র্তাহাদিগের আশ্চৰ্য্য কাৰ্য্য পরম্পর নিরীক্ষণ করিতেন,এবং তাহাদিগের মহৎ দৃষ্টাস্তের অনুসরণ করিতে কৃতসংকল্প হইতেন । র্তাহার হিন্দুধৰ্ম্মানুরক্তচিত্তে যবনগণ পুরাকালের পরাক্রান্ত দৈত্য রাক্ষ সবৎ প্রতীরমান হইত, এবং কবে তাহাদিগের দারুণ দৌরাত্ম্য হইতে পুণ্যময় ভারতভূমিকে মুক্ত করিতে পরিবেন, এই চিন্তায় তাহার অন্তঃকরণ নিরস্তর আলোড়িত হইত। যে দেশে রাম । লক্ষ্মণ, কৃষ্ণ বলরাম, ভীমাৰ্জ্জুন, ভীষ্ম । দ্রোণ, প্রাচুভূত হইয়াছিলেন, যে দেশে । স্বৰ্গাবতীর্ণ ভাগীরথী প্রবাহিতা, যে : সে দেশের ছিন্ন মুকুট মুসলমান পদতলে । দলিত দেখিয়া তাহার তেজস্ব মনে | | ক্রোধানল প্ৰজলিত হইয়া উঠিত। তিনি | ; আশ্বাসপ্রদায়িনী আশার বিশ্ববিমোহন । । ఇటి_::u -انسهم - -- ’| ! * = : , , , :in, vatه بerه) দেশ দেবগণের একমাত্র প্রিয়লীলাস্থল, { '