পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ജങ്ങ~ $ পঙ্গদর্শন ভts, ر ه طه د( . বাক্যে বিশ্বাস করিয়া ভাবিতেন, ঐশ্বৰ্য্য গৰ্ব্বিত যবনগণের গৰ্ব্ব খৰ্ব্ব করিবেন, স্বাধীন হিন্দু সাম্রাজ্য সংস্থাপন করিবেন, এবং “ হরহর ভবানী” ধ্বনিলে হিমাদ্রি হইতে সমূদ্র পর্য্যন্ত, সিন্ধু হইতে ব্ৰহ্মনদ পর্যন্ত, প্রতিধ্বমিত করিবেন। শিবজি যেস্থানে বাস করিতেছিলেন, সেস্তানও তৎসদৃশ উন্নতমনা বীরধৰ্ম্ম ব্যক্তির পক্ষে বিশেষ অনুকুল । পুনানগরী সমতল ক্ষেত্র এবং পাৰ্ব্বতীয় প্রদেশের সংযোগস্থলে অবস্থিত। অনতিদূরেই সহ্যাদ্রি শৈলের শিখরমালা দুই তিন সহস্র হস্ত উৰ্দ্ধে শিরোত্তোলন করিয়াছে। গিরিশ্ৰেণী অধিকাংশ স্থলে চির-হরিততরুপুঞ্জ পরিশোভিত; কেবল মধ্যে মধ্যে অভ্ৰভেদী, বন্ধুর, বিশাল, জীবোদ্ভিদপারশূন্য শৃঙ্গনিকর বিরাজিত। বর্ষাকালে যখন পৰ্ব্বতপাশ্বে তরঙ্গের ছটা ছুটিতে থাকে ; বৃষ্টির ধারা নাচিতে নাচিতে, খেলিতে খেলিতে, পড়িতে থাকে; বজ্র গৰ্জ্জিতে, ঝটিক ঝমকিতে, চপল চমকিতে থাকে; জলদরাশি কর্তৃক ভগ্ন ও প্রতিবিম্বিত সেীরকিরণলহরীতে সহস্ৰ সহস্র মুহুর্ত পরিবর্তনশীল বর্ণে অচলকুল সাজিতে থাকে ; তখন প্রকৃতির মনোহর অথচ ভয়ঙ্কর মূৰ্ত্তি দেখিয়া কোন চিন্তাশীল ব্যক্তির চিত্তে না ধৰ্ম্মজনিত গম্ভীর ভাবের উদয় হয় ? আমরা যে সকল পদার্থে পরিবেষ্টিত থাকি, আমাদিগের অজ্ঞাতসারে তাছার আমাদিগের মনেবৃত্তি সকলের উপর আধিপত্য করে।

  • -مم-سسات= |

শিবজি । ঋষিগণের কানন, ঈশার পৰ্ব্বত, মহম্মদের গিরিগুহা, মহতী চিন্তার স্থল । কে বলিতে পারে, সহাদ্রি শিবজির পক্ষে তদ্রুপ ছিল না ? - সহ্যাদ্রির পথ সকল আতিশয় সংকীর্ণ ও দুরারোহ । স্থানে স্তানে উচ্চ শৃঙ্গ, তন্মধ্যে কোথায় বা উৎকৃষ্ট উৎস আছে ; ' কোথায় বা বর্ষাকালীন জল ধরিয়া রা: থিয়া সমুদয় বৎসর চলে। এই সকল শৃঙ্গ অল্প পরিশ্রমেই দুর্ভেদ্য দুৰ্গরূপে পরিণত হয় । বৈশাখ হইতে কাৰ্ত্তিক মাস পর্য্যন্ত এ প্রদেশ আক্রমণ করা : অতীব দুঃসাধ্য। তৎকালে এখানে বন জঙ্গল এত বাড়ে, সৰ্ব্বদা এত বৃষ্টি হয়, বহুসংখ্যক সামান্য সীমান্য নদ নদী জল পূর্ণ হইয়া এরূপ দুস্তর হয়, এবং যে বায়ু বহিতে থাকে তাহ বিদেশীয়দিগের পক্ষে এত অস্বাস্থ্যকর,যে তখন ইহার ন্যায় ছুরা ক্রম্য দেশ আর কুত্ৰাপি দৃষ্ট হয় না। এই পৰ্ব্বতের উপত্যকাগুলিকে মহা- } রাষ্ট্ৰীয়ের মাওল বলিত । মাওলী বা উপত্যকাবাসীরা দেখিতে কদৰ্য্যাকৃতি ও নিৰ্ব্বোধ ; কিন্তু তাহার পরিশ্রমী, বি- : শ্বাসী, কাৰ্য্যদক্ষ, সাহসী ও যুদ্ধপ্রিয়। দাদাজি তাহাদিগের অনেককে জায়গিরের কৰ্ম্মে নিযুক্ত করিয়াছিলেন । উক্ত । কৰ্ম্মচারীদিগের সহিত শিবজি গিরিভ্রমণে ও মৃগয়ায় যাইতেন। এইরূপ পর্যটন - কালে তিনি শৌর্য ও মিষ্টভাষিতাগুণে | মাওলীদিগের অতিশয় প্রিয় হইয়া উঠি | য়ছিলেন, এরং ঘাটগিরি ও কঙ্কণের পথ, নুনু সু-লে २२७ ।। |