পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s 2や করিবার স্বত্রপাত করিয়াছেন। এক সমালোচনা করিয়া দেখা যাউক তঁহার ভাবী উন্নতির কি কি উপকরণ ছিল । প্রথমেই দৃষ্ট হইতেছে যে, শিবজির পিতা বীরপুরুষ, এবং মাতাও শুর কন্যা । জনক জননীর গুণ সে সস্তানে বৰ্ত্তে, তাহা অনেকেই জানেন"। যেমন বাহা অাকারে পিতামাতার সহিত সন্তানের সাদৃশ্য লক্ষিত হয়, যেমন পীড়ার বীজ পিতা মাতার শরীর হইতে সন্তানে যায়, তেমমই পি তামাতার ন্যায় মনোবৃত্তি সস্তানগণ প্রাপ্ত হইবে, ইহাতে আর আশ্চর্য্য কি ? পৰ্য্যালোচক মাত্রেই অবগত আছেন যে, কোন কোন বংশে কোন কোন ক্ষমতা বা প্রবৃত্তির অধিক প্রাদুর্ভাব দেখা যায়। রোমের ইতিহাস যিনি পাঠ করিয়াছেন, তিনি কি ক্লড়িয়াস বংশের দাস্তিকতা এবং ফেবিয়াস বংশের ধীরতা ভুলিতে পারেন ? যে বংশে পাই, সিসটেটস, সোলন, ও পেরিক্লিস জন্মগ্রহণ করিয়াছিলেন, সেই গ্রীসদেশীয় আল্কমিওনীয় বংশ যে বিশেষ লক্ষণক্রান্ত কে না বলিবে ? যে কুল ইষ্টতে ফিলিপ, আলেকজওর,পিরহাস ও টলে মিদিগের উৎপত্তি, সে কুলের যে একটা নির্দিষ্ট প্রতিভা ছিল, কে অস্বীকার করিবে ? কার্থেজের হামিস্কার ও হানি বল বিভূষিত বার্ক বংশ, ইংলণ্ডের . বিজয়ী উইলিয়মের বংশ, প্রসিয়ার বি খ্যাত ফুেড়িকের ধংশ, রুসিয়ার মহাত্মা পিটরের বংশ, ভারতবর্ষের ঔরংজেব A. fы বজি । একবার বীরকন্যার স্তন্যে যাহার বালদেহ বৰ্দ্ধিত, ===------- (4ww નમ, છtt, ... રાજ ફિ l পৰ্য্যন্ত বাবর বংশ প্রভৃতি পৰ্য্যালোচনা | করিলে স্পষ্ট প্রতীতি হুইবে যে শৌর্য্য কোন কোন কুলের অনুগামী । ভোসলা এবং যাদব দুই শূর বংশ সংযোগে শিবজির জন্ম ; সুতরাং তিনি শৌর্য্যপ্রভা লষ্টয়াই ভূমণ্ডলে অবতীর্ণ হইয়াছিলেন । শিবজি যে কেবল স্বভাবতঃ বীরতাপ্রতিভাবিশিষ্ট ছিলেন, এমত নহে; বাল্যকালে তিনি এক প্রকার বীরত্ব বায়তে আচ্ছন্ন ছিলেন । র্তাহার তিন হইতে দশবৎসর বয়স পর্য্যন্ত সাহজির আহম্মদ নগর রক্ষার্থে যুদ্ধ। এই সময়ে শিবজি কতবার শক্রহস্তে পতিত হইতে হইতে পরিত্রাণ পাইয়াছিলেন। পরে যখন নিজামসাহী রাজ্য উচ্ছিন্ন হইল, । মোগল সম্রাটের সহিত আদিলসাহী । স্বলতানের সন্ধি হইল, তখন বিজয়পুর ' পতির সৈন্যদলে প্রবিষ্ট হইয়া সাহজি কর্ণাট সমরে জয়পতাকা তুলিলেন। তদবধি অহরহঃ পিতার শৌর্য্যকথা ও বিজয়বাৰ্ত্ত কর্ণদেব প্রভৃতির মুখে শিবজি শুনিতে পাইতেন এবং জনকের যোগ্য পুত্র হইবেন, এরূপ বাঞ্ছা তাহার হৃদয়ে কেননা বলবতী হইবে ? বিশেষতঃ রামা য়ণ মহাভারত ভাগবত প্রভূতি যেসকল ধৰ্ম্মগ্রন্থের উপাখ্যানসমূহ তিনি শ্রবণ করিতে ভাল বাসিতেন, সে সমুদয়ও বীররসপরিপ্লুত । আর যে মাওলীরা : তাহার চিরসঙ্গী, তাহারাও সাহসী ও | | ংগ্রামপ্রিয়। বীরবীর্যে যাহার জন্ম, ; بخ-لافت سے