পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দুষ্কর। भजन-fम छोs, ১২৮২ 1) দ্বাররূপী পিতার বিজয়সংবাদ দিন দিন যাহার কর্ণে ধ্বনিত হইত, বীর র্যাহার উপাস্যদেবতা এবং ধীর র্যাহার সহচর, সেই শিবজি কেমন বীরধৰ্ম্ম হইবেন ? এই বীরের সম্মুখে দক্ষিণাপথের বিচ্ছিন্ন মুসলমান রাজ্যগুলি পড়িল । তাহার শৈশবেই আহম্মদনগর ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল । বিজয়পুর মোগলদিগের সহিত যুদ্ধ করিয়া দুৰ্ব্বল হইয়াছিল,এবং দক্ষিণে রাজ্যবিস্তারে ব্যস্ত থাকিয়া শিবজির প্রথম উদ্যম বিফল করিতে পারিল না। কিন্তু রাজ্যের প্রথম সোপানগুলি সংস্থাপন কালেই বিশেষ প্রতিবন্ধকতা করা যায় ; ক্ষমতা একবার বদ্ধমূল হইলে তাহার উপরে হস্তক্ষেপ করা অতীব অধিকন্তু বিজয়পুরের প্রধান অবলম্বন মহারাষ্ট্ৰীয়গণ । তাহার শিব জির স্বজাতি ও সমধৰ্ম্ম ; সুতরাং ইহাও একটা সুলতানের দৌৰ্ব্বল্য ও শিবজির বলের কারণ। হিন্দুধৰ্ম্মের পতাকা উড় উীন করিলেই শিবজির অঙ্গুচরবর্গের উৎসাহবৃদ্ধি এবং বিপক্ষপক্ষের শক্তি হানি হুইল । এস্থলে আর একটা কথা বলা ও অসঙ্গত হইতেছে না । দিল্লীশ্বরের দক্ষিণ পথ আক্রমণ শিবজির উন্নতির একটা প্রধান পরোক্ষ হেতু। এই আক্রমণে | মোগলদিগের এবং দক্ষিণাত্য ভূপাল বর্গের বিস্তর বলক্ষয় হয় ; মুসলমান تتسميتسننينتنفسشتقتبسنن تتنتي تتنستقة শিবজি । ~?::తీగా-~ গণের গৃহবিচ্ছেদ বাড়ে এবং ধৰ্ম্মবন্ধন অনেকদূর শিথিল হুইয়া যায় ; নিজাম সাহী রাজ্য একেবারে বিনষ্ট হইয়া লবন প্রভাবের বিলক্ষণ হ্রাস উপস্থিত হয় ; এবং মহারাষ্ট্রীয় হিন্দুদিগের প্রতিপত্তি, সমরকুশলতা ও স্বাবলম্বন বহুল পরি মাণে বৃদ্ধি পায় । যদি দক্ষিণে আহম্মদ । নগর, বিজয়পুর ও গোলকুণ্ড সম্মিলিত থাকিত,এবং যদি দিল্লিপতি তাহাদিগকে চূৰ্ণ করিবার চেষ্টা না করিয়া তাহাদিগের সহিত মিত্রত। সংস্থাপ্লন পূৰ্ব্বক আর্য্যা বর্তে স্বীয় ক্ষমতা বিশেষরূপে বদ্ধমূল । করিতে যত্ন করিতেন, তাহা হইলে মুস লমানদিগের প্রতাপ এত প্রবল হইত যে কোনক্রমে কেহই তাহাদিগের বিরুদ্ধে অস্ত্ৰধারণ করিয়া জয়লাভ করিতে পারিত না । ভগ্নালয়ে বৃষ্টিধারাও প্রবেশ করে ; বিরোধবিভক্ত অনৈক্যজার্ণ মুসলমান সাম্রাজ্য কেননা নবীন হিন্দুশক্তি প্রভাবে বিদীর্ণ হুইবে ? : শিবজি জীবনের প্রথমাঙ্ক লিখিত হু ইল । যেরূপ রঙ্গভূমে তিনি অবতীর্ণ । হইয়াছিলেন, যেরূপ অবস্থায় তাহার নিতানবমূৰ্ত্তিশালী প্রতিভার প্রথম বিকাশ হইয়াছিল, যেরূপ জ্ঞান ও কার্য্য মণ্ডলে তাহার বাল্যকাল অতিবাহিত হইয়াছিল, একপ্রকার বর্ণিত হইল । সময়াস্তরে এই . প্রবন্ধের অবশিষ্টাংশ লিখিবর বাঞ্ছা রহিল । میه میب-.-.

  • ミ*