পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - (1 ه » ه د , :in .. stم = w و ) হয় না স্বতরাং শিবিক কোন পথ দিয়া আসিতেছিল তাহা দৃষ্ট হইল না। সমস্ত দিবস বৃষ্টি হওয়াতে প্রান্তরপথ অতি দুর্গম হইয়াছিল, তজ্জন্ত বাহকদিগের পা মধ্যে২ পিছলিয়া যাইতেছিল। বাহকের দেবতাকে, মাঠকে, এবং কখন ২ শিবিকারোহীকে গালি আরম্ভ করিল; কিন্তু ইহাদিগকে গালি দিয়া তৃপ্তিলাভ না হওয়াতে, কেহ২ সমভিব্যাহারী বাহকের সহিত কলহ আরম্ভ করিল। এই প্রকার বিবাদ করিতেই বনমধ্যে ভগ্নমন্দির নিকটবৰ্ত্তা হইল, কিন্তু এইখানে শুষ্ক স্থান পাইয়ার্কাধ বদলাইতে শিবিক থামাইল । বাহকের প। আর এক জনের পায়ের উপর পড়াতে দুইজনে বচস হইতে লাগিল । ইতিমধ্যে অলক্ষ্যে বেহরিাদিগের উপরে শ্রাবণের ধারাবৎ যষ্টির আঘাত হইতে লাগিল ৷ বাহকের প্রথমতঃ চমকিত ওবিহ্বল হইল। পরে আপনাদিগের দলের মধ্যে যষ্টিহস্ত অপরিচিত লোক দেখিয়া শিবিক রাখিয়া পলায়ন করিল, এবং তাহাদিগের । দেখাদেখি শিবিকারক্ষক দুইজন হিন্দুস্তানি মল্লবেশীও পলায়ন করিল। একজন দ্বাদশ পরিচ্ছেদ । দেবমন্দির। দয়ারা এক্ষণে নির্জন দেখিয়া শিবি কার দ্বারোদঘাটন করিয়া দেখিল, উল্লার মধ্যে রজনী বাবুর পরিবৰ্ত্তে একজন অব: عصعسطقد শৈশব সহচরী । هېي: গুণ্ঠনবতী রমণী রচিয়াছে। তদৃষ্টে さミぶ。 দস্থ্যবৰ্গ কিংকৰ্ত্তব্যবিমূঢ় ও বিস্ময়বিহবল ৷ হইয়া রহিল। রমণী বলিল— “তোমরা যদি টাকার জন্ত আমার পান্ধী ধরিয়া থাক তবে ভুল করিয়াছ— আমার সঙ্গে টাকা নাই,গাত্রেও অলঙ্কার নাই, আমি বিধবা । কিন্তু যদি আমাকে সুবর্ণপুরে আমার বাট পর্য্যন্ত পৌঁছিয়া দাও তা হলে আমি পুরস্কার দিব ও এই ঘটনা গোপন করিব—” একজন দস্থ্য কহিল, “ তোমার বাড়ী সুবর্ণপুরে ?” রমণী । ইঁ! 豫 তৎপরে শিবিকারোহী দস্থ্য । তোমাদের কোন বাড়ী,রজনী ; বাবুদের বাড়ী ? রম । ই সেই বাড়াই বটে । দস্থ্যর চুপি২ পরামর্শ করিতে লাগিল। একজন কহিল, “ ওরে গোবর,আমাদের বড় ভুল হয়েছে, রজনী বাবুর সুবর্ণপুর হইতে আসিবার কথা,কিন্তু এ পান্ধী ঠিক উণ্ট দিকৃদিয়া এসেছে, এ পান্ধী সুবর্ণপুরে যাবে ; সুবর্ণপুর থেকে ত আসছিল না। আমাদের ঠিকে ভুল হয়েছে।” একজন প্রবীণু দস্থ কহিল, “যা হবার হয়েছে এখন কি পরামর্শ।’ গোবরা কহিল, “ মেয়ে মানুষটা বোধ হয় রজনী বাবুর বন, উহাকে রজনীর বদলে আমাদের বাবুব নিকট নিয়ে গেলে বোধ হয় কাজ হবে, কি বলিস্ রে ?” ।