পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীরস্থার বেষ্টিত। অকস্মাং গান বন্ধ একাদশ পরিচ্ছেদ । - ভ্ৰম ।

  • সোনার বরণ হলো কাল

গুণ দেখে মোর মন হারাল ।” কোথা হইতে কে এই গীত গাইতেছিল, তাই কেবল বৃহৎ তিন্তিড়ী বৃক্ষের উপর বসিয়া একটি চিল জানিতে পারিতে ছিল। বৃক্ষের সন্নিকটে উচ্চ স্ত,পোপরি একটি শিবের মন্দির ; তাহার পশ্চাদ্ভাগ তাহার পাশ্ববর্তী প্রকোষ্ঠ সকল ভগ্ন ; এবং তাহার চারিদিকে অতি নিবিড় বন । সেস্থল মনুষ্যসমাগম চিহ্নমাত্র রহিত । নিকটে অতি বৃহৎ প্রান্তর—বৃক্ষহীন, জনহীন, পশুক্লীন, শোভাহীন প্রস্তর। তন্মধ্যদিয়া গ্রাম্য পথ । কদাচিৎ সে পথে মনুষ্য যাই ত ; যদি কেহ মই ত তবে ভগ্ন প্রকোষ্ঠের মধ্যে মল্লমা থাকিলে তাহাকে তাহার দেখিবার সন্ত লিনা ছিল না । সন্ধ্যাকলি ; মেঘাচ্ছন্ন ; অল্প২ বৃষ্টি হইতেছিল । মধ্যে একজন মৃদুই গান করিতেছিল, তাহাদিগকে দেপিতে পাইতে ছিল না ।

حي ، - ج؟

স্তষ্টল, গায়ক কছিল । “ কে আসিতেছে।” - - تحت تا تحت সেই ভগ্ন প্রকোষ্ঠ মধ্যে লুকাইয়া দশ বার জন মতুয্য । তাহারই শৈশব সহচরী । শব সহচরী। রজনী ঘনন্ধিকার, নিকটের মানুষ লক্ষ্য । { (4ன : WSİ: » Rs R 1 ! " . l * . . দ্বিতীয় ব্যক্তি কহিল যে আসিবার । সে আসিতেছে ।” r ইতিমধ্যে থৰ্ব্বাকৃতি অথচ বলিষ্ঠ এবং মল্লবেশী এক ব্যক্তি প্রকোষ্ঠ মধ্যে প্রবেশ করিল। প্রকোষ্ঠস্থ ব্যক্তিরা তাহাকে । ব্যগ্রতাসহকারে জিজ্ঞাসা করিল “ কি । সম্বাদ আনিলে ?’ আগস্তুক কহিল “ ঠিক সন্ধ্যার সময় বাবু পান্ধীতে উঠিবে।” “ এই পথদিয়া যাবে ?” “ স্থা, এই পথ দিয়া ।” ** সঙ্গে কয় জন বেহাৱা ?”

    • বার জন ।**
    • অণর কোন লোক সঙ্গে আস্বে ?” “ত বুঝলুম না ।” “বেহারাদের কেমন দেখলে ?” “ দিব্বি কালে কোলো নন্দ ঘোষের মত, কাহার ও কাহারও বোকী ছাগলের মত দাড়ি আছে।”

“ আহা ! কাম{সা ছাড়, বলি আমরা দশ জনে বীর জন বেহারীর মোহাড়া নিতে পারবো ?” “ পরবে, আমাদের চীৎকার শুনলেই তাহার মোছ যাবে।” । ইত্যবসরে দূরনিঃস্থত अफू जभब গুণ গুণবৎ শিবিকাবাহকদের কোলtছল নৈশগগন ভেদ করিয়া শ্রুতিগোচর হইল।