পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

****、*:* ') পদ্য। ২৩৩ _কুমু। তুমি আজিও এমন পাষও হও - নাই, এ সকল কাৰ্য্য তোমার দ্বারা অস. ম্ভব । র। তবে দেখুন। এই বলিয়া রতিকান্ত, দস্ব্যদিগের দলপতিকে আহবান করিয়া মন্দিরের সোপানের নিকট দাড়াইয়া চুপি চুপি কি বলিতে লাগিলেন । কিঞ্চিৎ পয়েই মন্দিরমধ্যে “ ওরে রে চপল মন, কস্তই কর ভ্রমণ, পাতাল পর্য্যস্ত এস ঘুরে । কতু ভ্রমদিণ্ডমগুলে, কখন বা মভঃস্থলে, t উল্লঙ্ঘিয় যাও স্বৰ্গপুরে ॥. কিন্তু তব অভ্যন্তরে,লীন ব্ৰহ্ম পরাৎপরে, ভ্ৰমেও না করহ স্মরণ । ’ ধিনি সন্নিকট ছেন, বল ভাই কেন কেন, তায় প্রতি বিরতি এমন । শান্ত্রিশস্তক হিংলাহীম বন্ধুভাবে স্থলভ্য অশল । সৰ্পগণ হেতু রিধি হজিলা পবন । পশুকুল কৃশাঙ্কুর ভোগে পুঞ্জকায় । ভূমিতে শয়ন করি মুখে মিস্থা যায় । প্রবেশ করিয়া দেখিলেন, যে কুমুদিনী তথায় নাই। আশ্চৰ্য্য হইয় আলোক লইয়া মন্দিরের চতুষ্কোণ ও অন্যান্য স্থান অমুসন্ধান করিলেন ; কিন্তু কোথাও দেখিতে পাইলেন না। তখন সমূহ বিপদ বিবেচনা করিয়া দস্থ্যদিগের সহিত স্বয়ং যাত্রা করিলেন । পদ্য । সংস্কৃত কষ্টতে তাহ বাদিত । কিন্তু এ সংসারসিন্ধু লঙ্ঘন কারণে । দিয়াছেন উপযুক্ত বুদ্ধি নৱগণে । অন্বেষণ করিলেই যে বুদ্ধির বলে । সকল প্রকার গুণ ন্যস্ত করতলে ৷ বৈরাগ্য শতক কই সে মুখারবিন্দ মধুর অধর। কোথায় আয়ত সে কটাক্ষ কটুতর। ভূক্কর ভঙ্গিম, স্মরধন্থ দৰ্পহারী। এবে অস্থি পঞ্জরেতে প্রকট দশন । মঞ্জু মঞ্জু গুঞ্জরিছে তাহে সমীরণ ॥ মহ! মোহ জালরূপ শরের কপাল । রাগান্ধের মত হাসে হেরিতে করাল। শাক্তিশতক কোথা সে কোমল কখা শ্রুতি সুখকারী। । §