পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ - দ্ৰৌপদী (*जन-fम खाँ#, ४ २० ३ t দৃতেজিত অপমানিত মহিষী স্বামী হই তেও স্বাতন্ত্রা অবলম্বনে উন্মুখিনী হইবেন, সে দিন দ্রৌপদীর যে চরিত্র প্রকাশ পাইবে,অদ্য সেই চরিত্রের পরিচয় দিলেন। একটি ক্ষুদ্র কথায় এই সকল উদ্দেশ্য সফল হইল। বলিয়াছি, সেই প্রচণ্ড প্রতাপ সমম্বিতা মহাসভায় কুমারী কুসুম শুকাইয় উঠে । কিন্তু দ্রৌপদী কুমারী, সেই বিষম সভাতলে, রাজমণ্ডলী, ৰীরমণ্ডলী, ঋষিমণ্ডলীমধ্যে, দ্রুপদরাজ তুল্য পিতার ধৃষ্টদ্যুমতুল্য ভ্রাতার অপেক্ষা না করিয়া, কর্ণকে বিন্ধনোদ্যত দেখিয়া বলিলেন, “ আমি স্থতপুত্রকে বরণ করিব না।’ এই কথা শ্রবণমাত্র কর্ণ সামর্ষ, হাস্তে স্বৰ্য্যসন্দর্শনপূৰ্ব্বক শরাসন পরি ত্যাগ করিলেন।” এই এক কথায় যতটা চরিত্র পরিস্ফুট হইল শত পৃষ্ঠা লিখিয়াও ততটা প্রকাশ করা দুঃসাধ্য। এস্থলে কোন বিস্তারিত বর্ণনার প্রয়োজন হইল না—দ্রৌপদীকে তেজস্বিনী বা গৰ্ব্বিতা বলিয়া ব্যাখ্যাত করিবার অবশ্যকতা হুইল না । অথচ রাজদুহিতার দুর্দমনীয় গৰ্ব্ব নিঃসঙ্কোচে বিস্ফারিত হইল । ইহার পর দৃতিক্রীড়ায়,বিজিত দ্রৌপদীর চরিত্র অবলোকন কর। মহাগৰ্ব্বিত, তেজস্বী, এবং বলধারী ভীমাৰ্জ্জুন দ্যুতমুখে বিসর্জিত হইয়াও, কোন কথা কহেন নাই, শত্রুর দাসত্ব নিঃশবে স্বীকার করিলেন। এস্থলে তঁ{হাদিগের অমুগা মিনী দাসীয় কি করা কর্তব্য ? স্বামিকর্তৃক তেও পূর্ণমাত্রায় ছিল। অর্জনে এবং দূতমুখে সমৰ্পিত হইয়া স্বামিগণের ন্তায় । দাসীত্ব স্বীকার করাই আৰ্য্যনারীর স্বভাব- | দ্রৌপদী কি করিলেন ? তিনি ! প্রতিকামীর মুখে দৃতিবার্তা এবং দুৰ্য্যো সিদ্ধ । ধনের সভায় তাহার আহবান শুনিয়t বলিলেন, “ হে স্বতননান! তুমি সভায় গমন করিয়া যুধিষ্ঠিরকে জিজ্ঞাস কর, তিনি অগ্রে আমাকে কি আপনাকে দূতমুখে বিসর্জন করিয়াছেন । ছে হুতাত্মজ! তুমি যুধিষ্ঠিরের নিকট এই বৃত্তাক্ত জানিয়া এস্থানে আগমন পূৰ্ব্বক আমাকে লইয়া । যাইও । ধৰ্ম্মরাজ কিরূপেপ রাজিত হইয়া ছেন, জানিয়া আমি তথায় গমন করিব।” দ্রৌপদীর অভিপ্রায়, কূটতর্ক উপস্থিত করিবেন । দ্রৌপদীর চরিত্রে দুইটি লক্ষণ বিশেষ সুস্পষ্ট—এক ধৰ্ম্মাচরণ, দ্বিতীয় দৰ্প। জপ, ধৰ্ম্মের কিছু বিরোধী, কিন্তু এই দুইটি লক্ষণের একাধারে সমাবেশ অপ্রাকৃত্ত ! নহে ৷ মহাভারতকার এই দুই লক্ষণ অনেক নায়কে একত্রে সমাবেশ করিয়াছেন ; ভীমসেনে, অৰ্জ্জুনে, অশ্বখাষায়, . এবং সচরাচর ক্ষত্রিয়চরিত্রে এতদুভয়কে মিশ্রিত করিয়াছেন । ভীমসেনে দৰ্প পূর্ণমাত্রায়, এবং অৰ্জ্জুনে ও অশ্বখামার অৰ্দ্ধমাত্রার, দেখা যায়। দৰ্প শৰে এ | খানে আত্মশ্লাঘাপ্রিয়তা নির্দেশ করি । তেছি না ; মানসিক তেজস্বিতাই আমাদের নিৰ্দেশ্য । এই তেজস্থিত দ্রৌপদী പബ് エ { i