পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

_ אר:= -= مجہے جہ جعدہ نہ تھا متن ہے ، ہِ:۔ = {१ञ**ग, अश्विः, ०२० २ ।) চৈতন্য । ૨e> হইলেন। বৃদ্ধ জনক-জননী অপত্যবিরহে অনেক রোদন করিলেন । হাঃ ! নিষ্ঠুর বিধাত ! তোমার অন্তর পষাণ ময়! অন্যথা স্বষ্টিতে কিজন্য একজনের কৰ্ম্মফল অন্য জনে ভোগ করে; এক জনের কৃত অপরাধ জন্য অন্য জনে দণ্ড পায় । বৃদ্ধ জনক জননী অনেক রোদন করিলেন। কিন্তু তাহাতে কি হইল? র্তাহাদিগেরই শরীর শুষ্ক হইতে লাগিল। কাল সৰ্ব্বসংহৰ্ত্ত । কালে যেমন সুরম্য হৰ্ম্ম্য ভগ্ন হহয়! ধূলিসাৎ হয়, দিগন্তব্যাপী বৃহৎ রাজ্যের নাম লোপ পায়, সেইরূপ আবার মরুময় স্থান বৃহৎ অট্টালিকশোভিত হয় এবং অপত্যবিরহ বিধুর অনেক পরিমাণে শোক বিস্মৃত হইয়া শান্তি লাভ করে । যদি প্রিয়জনবিরহশোকের তীব্রতা কালে লঘু না হইত তাহা হইলে সংসারে আর কে সুখ পাইত ? কেই বা তাদৃশ শোকভারবাহী জীবনভার বহন করিতে পারিত। কারণ কে না প্রিয়জন হারাইয়াছে? এই কালের মোহিনী শক্তিতে জগন্নাথ ও শচী চৈতন্যের মুখচন্দ্র দর্শন করিয়া বিশ্বরূপের কথা কিয়দংশে ভুলিয়া গেলেন। কেনই বা না ভুলিবেন,চৈতন্যের ন্যায় গুণবান এক পুত্র সহস্র পুত্র অপেক্ষা প্রার্থনীয়। এদিকে বালস্বভাব চৈতন্য অপত্য বিরহবিধুর-জনক-জননীর দুঃখ দেখিয়া যার পর মাই দুঃখিত হইলেন । নানা | রূপ সান্ত না বাক্য বলিতে লাগিলেন । । এবং স্বয়ং যাবজ্জীবন তাহাদিগের চরণ, সেবা করিবেন বলিয়া প্রতিশ্রুত হইলেন। : চৈতন্যের বিদ্যাভ্যাস সমাধা হইতে । ন হইতে জগন্নাথ মিশ্র মানবলীলা । সস্বরণ করিলেন । : পিতৃবিয়োগের এক বৎসর পর । একদা চৈতন্য চতুষ্পাঠী হইতে গৃহে, ফিরিয়া আসিতেছিলেন এমন সময়ে পথিমধ্যে বল্লভাচার্য্যের কন্যা পরম রূপবতী লক্ষ্মী দেবীকে নয়নগোচর করিয়া বিমোহিত হইলেন । দৈবে বনমালী ঘটক (ইনি বোধ হয় নবদ্বীপে আধুনিক ঘটক দিগের ন্যায় বিবাহের ঘটক ছিলেন) সেই পথে গমন করিতে ছিলেন। ঘটকবর সহজেই চৈতন্যেয় । প্রণয়লক্ষণ বুঝিতে পারিলেন এবং উভ- | য়ের কর্তৃপক্ষকে উক্ত সংবাদ জ্ঞাত করাইলেন । ত্বরায় মহানন্দে চৈতন্যদেব লক্ষ্মী দেবীর ঃ সহিত পরিণয়পাশে বদ্ধ । হইলেন । -- গুণবতী লক্ষ্মী দেবীকে গৃহে অনিয়া চৈতন্য পরম স্বথে কালাতিপাত করিতে লাগিলেন । { বৈষ্ণুবেরা বলিয়া থাকেন লক্ষ্মী রাধার অবতার স্বরূপ ।