পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R☾8 ভাবী বসুমতী । (গঙ্গদর্শন আশ্বিং, ১২৮ ই ৷

ভব হয়, বসুমতীর বর্তমানস্তরের উপর

আর কত স্তর হইবে তাহার অন্ত নাই । বস্তুতঃ কারণের বিনাশ না হইলে কদাপি কাৰ্য্যের বিনাশ হইবে না। সুতরাং এই সকল কারণ বর্তমান থাকিতে কদাপি বসুমতীর পরিবর্তনশীলতার অম্যথা হইবে না । (২) সৰ্ব্বদেশ প্রচলিত জনশ্রুতি বলিয়া থাকে এক কালে পৃথিবী একেবারে জলমগ্ন হইয়াছিল। একথা সম্পূর্ণ অসম্ভব ! বোধ হয় না। যদি কোন কালে কোন কারণ বশতঃ এরূপ তাপাধিক্য হয় যে পৃথিবীতে যত তুহিন সঞ্চিত আছে তাহ এককালে বিগলিত হইয়া যায়, তাহা হইলে হয়ত পৃথিবীর অতি উচ্চতম স্থলভাগও জলমগ্ন হইয়া যাইবে । যদিও এরূপ তাপাধিক্যের কোনই সম্ভাবনা নাই যেহেতু তাপাধিপতি স্বৰ্য্য প্রাকৃতিক নিয়মানু্যায়ী ক্রমশঃ শীতল হইতেছে। তথাপি ভবিষ্যতে ক্রমশঃ চাপ ও তদুপরি i বৰ্ত্তমান সময়ের স্বৰ্য্যরশ্মি পতন বশতঃ কোন বৃহৎ তুহিনখণ্ড বিগলিত হইয়া এক দেশ বা নগর ধবংস করিতে পারে একথাতে কিছুই বৈচিত্র্য নাই। । (৩)হিমালয় প্রভৃতি পৰ্ব্বতোপরি অদ্যা • সারজন হশেলের পিতা পুৰ্ব্বস্তুৰ্য্যের তাপাধিক্য ছিল একথা বিশ্বাস করিতেন। | বাক্য অসম্ভব নহে একথা স্পষ্টাক্ষরে - বলিয়া क्रिीब्रां८छ्न । - পুত্রও বিবিধ প্রমাণ প্রয়োগে পিতার । বধি সাগরবাসী প্রাণীর অবশেষ বহুল পরিমাণে দৃষ্ট হওয়ায় বোধ হয় পৃথিবীর উচ্চতম প্রদেশ হিমালয়ও এক কালে । সাগরগর্ভস্থিত ছিল। বিখ্যাত ভূতত্ত্ববিৎ এমণ্ডিলক বলেন জলপ্লাবনে পৃথিবীর সকল অংশ জলমগ্ন হয় নাই,কেবল । জলভাগ স্থল ও স্থল ভাগ জলে পরিবর্হিত | হইয়াছে। (৪)ভূমিকম্প অথবা কোন কারণ বশতঃ জোয়ারের আধিক্য হইলে সময়ে । সময়ে সাগর এত স্ফীত হইয়া উঠে যে পাশ্ববৰ্ত্তী গ্রাম নগর সমুদয় ধ্বংস হইয়া | যায়। এরূপেও এক্ষণে বসুমতীর যে আকার আছে তাহার অনেক পরিবর্ত হইতে পারে। বিশ্বের কোনই নিয়ম পরিবর্তিত হয়নাই । সুতরাং একথা কিরূপে বলা যাইতে । পরে এরূপ জলপ্লাবন আর হইবে না। । যদি এরূপ জলপ্লাবন পুনৰ্ব্বার হয় তাহা হইলে বসুন্ধরার বর্তমান অবস্থা অনেক পরিবর্তিত হইবে । (৪) যে বায়ু প্রবাহিত হয়, যে তুহিন । সঞ্চিত হইয় পরিণামে নদীরূপে পরি- ! ণত হয় অথবা বাস্পাকারে আকাশে উদ্ভূড়ান হইয়া করকা বা বৃষ্টি রূপে ভূপ* তিত হয়, যে নদী নিম্নস্থ ও সন্মুখস্থ বালুক ও কর্দম আত্মসাৎ করিয়া ক্রমশঃ প্রবাহিত হইতে হইতে সাগরাভিমুখে প্রবাহিত হয়, যে তরঙ্গমালান্বিত। নদী প্রতিনিয়ত তীরকে সবেগে আঘাতক ।