পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ দশম, অশ্বিঃ ১২৮২ 1) স্বৰ্য্যমণ্ডল ।

  • Q試)

সেইরূপ স্থৰ্য্যেরও মধ্যস্থলে মহা প্রচণ্ড সৌরবাত্য সকল উখিত হইয়া, তাহার (হুর্য্যের) উপরিভাগের আবরণকে স্থানে২ ছিন্নভিন্ন করিয়া দেয়; এবং সেই কারণে ঐসকল চিহ্ন উৎপন্ন হইয়া থাকে । তাহাদের ভিতর দিয়া সুৰ্য্যের নিবিড় কৃষ্ণবর্ণ শীতল শরীর দেখা যায় বলিয়া, ঐ ছিদ্রসঙ্কল কৃষ্ণবর্ণ বলিয়া বোধ হয় । পণ্ডিতেরা জ্যোতিৰ্ম্ময় আবরণকে বাস্পা কৃতি তরল পদার্থ বলিয়া বিবেচনা করেন। সেই আবরণের উপরিভাগ সৰ্ব্বত্র সমানভাবে উজ্জল নহে। রন্ধ স্থ স্থান সকল অধিকতর উজ্জল রেখাদ্বারা পরিবেষ্টিত । এই রেখানিচয় আবার বক্রাকৃতি এবং শাখা প্রশাখা বিশিষ্ট । এই রেখাগুলিকে কেহ২ জ্যোতিৰ্ম্ময় আবরণের প্রবলতর তরঙ্গমালা বলিয়। জ্ঞান করেন। স্বৰ্য্যমণ্ডলে কি মহা প্রচণ্ড অদ্ভুত আন্দোলনই ঘটিয়াছে!! পৃথিবী যেমন বায়ুরদ্বারা পরিবেষ্টিত, স্বৰ্য্যও সেইরূপ আর একটা অসম্পূর্ণ স্বচ্ছ বাষ্পাকৃতি পদার্থ দ্বারা পরিবেষ্টিত । এই দ্বিতীয় আবরণটা প্রথম আবরণের উপরিভাগে থাকিয়া সুৰ্য্যকে বেষ্টন করিয়া আছে। তাহাকে “ সৌরবায়ু” আখ্যা দেওয়া যাইতে পারে। সম্পূর্ণ স্বৰ্যগ্রহণের সময় এই অৰ্দ্ধস্বচ্ছ সৌরবায়ু স্বৰ্য্যের চারিদিকে প্রতিভাত হয়। এই বায়ু আছে বলিয়াই, স্বৰ্য্যের মধ্যস্থল অপেক্ষা তেজোময় দেখায়। চারিপাশ্ব অপেক্ষাকৃত অল্প আমরা পূৰ্ব্বেই বলিয়াছি, যে কাৰ্চহফ উপরোক্ত মতের বিপরীতবাদী। তিনি বলেন, সূর্য্যের শীতল শরীর পরিবেষ্টন : কারী এপ্রকার প্রচণ্ডতম উজ্জল সৌর আবরণের অস্তিত্ব অনুমান করা, কেবল অলীক কল্পনা মাত্র; কেন না, তাহা । ভৌতিক নিয়মের বিপরীত। তিনি আপ- । নার মত সমর্থনের জন্য যাহা বলেন তাহার সারমৰ্ম্ম এই:-সেীর কৃষ্ণচিহ্ন সকলের উৎপত্তি আদির কারণ বুঝাইবার জন্য স্থৰ্য্যের ভৌতিক রচনাসম্বন্ধে উপরোক্ত যে মত প্রচারিত হইয়াছে, তাহা কতকগুলি নির্দিষ্ট অভ্রান্ত ভৌতিক নিয়মের সম্পূর্ণ বিরুদ্ধ। এমন কি যদিও উপরোক্ত মতে কৃষ্ণচিহ্ন সকলের উৎ । পত্তি ভিন্ন অন্য কোন কারণ আমরা ন দেখাইতে পারি, তথাপি সূর্যের ভৌতিক গঠন সম্বন্ধে উক্তমত কখনই সত্য বলিয়া প্রতিপন্ন করা যাইতে পারে না | জ্যোতিৰ্ম্ময় আবরণ যদি বাস্তবিকই থাকে, তবে তাহার তেজঃ অবশ্য চতু | উক্ত মতাবলম্বীদিগের কল্পিত - দিকে ব্যাপ্ত হইবে ; স্বর্য্যের শীতল ৷ শরীরের দিকেও যেমন যাইবে, বহিঃস্থ সৌরজগতের দিকেও তেমনই ভাবে । আসিবে । তাহা হইলে প্রকৃত স্থৰ্য্য শরীর নিজে শীতল এবং যত অধিক কেন হউক না, শীতলতম আবরণে আ বৃত থাকিলেও, কালে উক্ত আবরণ এবং । স্বৰ্য্যশরীর উত্তপ্ত হইয়া, তেজঃ এত । অধিক হইবে, যে স্বৰ্য্যশরীর জলদগ্নিবৎ