পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| বার দুঃখের উপর দুঃখ এই যে, এ পাপ | নিদ্রিত হইব, সেই দিন হয় ত তাহাকে ভুলিতে পারব।--হয় ত এ সায়াহ্নসমীরণ থামিবে-হয় ত এ অনল নিবিবে—হয় | ত জাহাকে ভুলিব । - বিশ্বাস আছে বলিয়া সময়ে ২ মরিতে সাধ হয় । আৰার তাও বলি, তাহাকে ভু

8 শ্মশানে

সংসারে সহৃদয়ত নাই, সহানুভূতি মাই, করুণা নাই। এই অনস্ত জীবসমূহ, এই মহfবহ্নিতে হাড়ে হাড়ে দগ্ধ হইতেছে ;–জড়প্রকৃতি কেবল ব্যঙ্গ করে মাত্র । শশধরের সদা হাসি হসি মুখে কখন কি বিষাদ চিহ্ন দেথিয়াছ ? নক্ষত্র রাঞ্জির সে{হাগের মৃদু কম্পলে কখন কি হ্রাসবৃদ্ধি দেখিয়ছে? কল্পোলিনীর । কল নিনাদে কখন কি স্বরবিকৃতি দেখি. য়াছ ? নবকুমুমিত ব্রততীর দোলনিতে কখন কি তালভঙ্গ দেখিয়াছ ? আ. মরা পুড়িতেছি—কিন্তু ঐ দেখ, বৃক্ষরাজি করতলি দিয়া নাচিতেছে—ঐ শুন সমী রণ হাসিতেছে-হে!—হে!—-হে । হয় । এমন করিয়া আর কত দিন পুড়িব ? কত দিনে এ যন্ত্রণা ফুরাইবে ? আর কখন কি তোমায় পাইব না? আজি ફોરેસ્વામિ হউক, দশদিন পরে হউক, জন্ম জন্মান্তরে হউক, যুগ যুগান্তরে হউক --তার কখন কি তোমায় পাইব না ? না পাই, ভুলিতেও কি পাষ্ট্রর না? মনে মনে একটা বিশ্বাস আছে যে, যে দিন এই সৈকতশয্যায় শেষনিদ্রায় এইরূপ একটা ( , আখি, اه ۹۰ د ভ্রমণ । এইরূপ বিশ্বাস আছে বলিয়াই মরিতে পারি না । এজন্মের শোধ সে যে চক্ষের বাহির হইয়াছে, তাহাত জানি ; কিন্তু অস্তরের অস্তরে ত জাগিতেছে । লে যেখামে আছে, সেস্থাম পবিত্র-সে মন্দির সাধ করিয়া ভাঙ্গিব কেন ? তাহ কি প্রাণ ধরিয়া ভাঙ্গা যায় ? সে যতক্ষণ চিস্তার বিষয়, সেই যখন আমার একমাত্র চিন্তা, তখন চিন্তা থাকৃ। বড় যন্ত্রণ পাই, তা বলিয়া কি করিব ? তাহার জন্য যদি যন্ত্রণ সহ করিতে না পারিলাম, তবে মনুষ্য জন্মে ধিকৃ!--এ ছাই ভালবাসায় ধিক্ ! ধিক্ এ প্রাণে । ধিক্ এ ছার প্রণয়ে! ধিক্ পরিণয়ে! কিন্তু— - হয় ত আলীর তাহাকে পাইৰ । হয় ত । পরলোকে, তাহাতে আমাতে আবার এক হইব । জাগতিক পরিবর্তন পায় ম্পর্য্যে, হয় ত সেই মাটিতে এই মাটিতে । একত্রে মিশিতে পারে—সেই বরবপুর পরমাণুর সঙ্গে, এই পোড়া মাটির পরমাগুর সঙ্গতি ঘটিতে পারে। দুই দেহের । বিশ্লিষ্ট উপকরণের পুনঃসমবায় হুইয়া, নতন এক সত্তা হুঃ হইতে পারে। পর । লোকে তাহাতে আমাতে আবায় হয় ত বম্ ভোলানাথ! তাহাতে ; আর আমাতে-প্রাণের যে প্রাণ, জীব । নের যে জীবন, নয়নের যে নয়ম, হৃদ । য়ের যে হৃদয়, তাহাতে আর আমাতে— । এক হইব । লিতে হইবে, তাহার সঙ্গে সম্বন্ধ মিটবে, ংসায়ের ষে কুহক, জীবনের ক্ষে ভেদ্ধি, গৃহের যে আকর্ষণী শক্তি, আমার খে 露密