পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} অাদরের সেই আদরিণী, সেই সোহাগিনী, অতীতের কোমলা " গগনেয় बन्न गर्नम, जपाँ*िf; ४२४ २ ॥ শ্মশানে ভ্রমণ ।

ዓ6

সেই, তাহাতে আর জামাতে-সংসার ন্ধকারে যে চাদ, জীবন মরুভূমে যে ওয়েসিস, ভবসাগরে যে তরণী, জীবনের পথে যে পান্থশালা, তাহাতে আর আমাতে— পৃথিবীর যে সার, স্বর্গের যে নমুনা, ইহু লোকের যে সৰ্ব্বস্ব, পরলোকের যে ততোধিক, তাছাতে আর জামতে— গৃহকুঞ্জের সেই সুখলতা, চিন্তাসরোবরের সেই প্রফুল্ল নলিনী, আশালতার সেই সংশ্রয়তরু, তাহাতে আর আমাতে –সংসার প্রবাহের সেই স্নেহময়ী সঙ্গিনী, জীবন মরুভূমের সেই শীতল সরোবর, ভূতভবিষ্যতের অন্ধকারের সেই উজ্জ্বল নক্ষত্র, হৃদয়ক।ননের সেই বিকচ কুসুম, তাহাতে আর আমাতে— আশায় যে বিশ্বাস, মায়ায় যে মোহ, ভালবাসায় যে কবিত্ব, দুঃখে যে সাত্বনা, সুখে ষে সে-যা-তাই, ত{হাতে আর আমাতে—হয় ত আবার মিলিত হইব। সে মরিয়া মাটি হইয়াছে, আমি মরিয়া মাটি হইব ;—দুই মাটিতে এক হইবে । আমার দেহের পরমাণুতে, তাহার দেহের পরমাণুতে সংঘটন ঘটিবে । তাছাতে আমাতে এক হইয়া এক নূতন সত্তার অভু্যদয় হইবে। যাহা হইবে, তাহা মন্দ সামগ্ৰী হইলে হইতে পারে, কিন্তু কি সুখের মিলন ! কি সুখের সংঘটন ! সোহাগের কাশের সেই इंड ধনু, উপস্থিতের আঁধার - -اس-سسات تکه সেই সৌদামিনী—কেমন ৰুক ভর মিলন ! দুইজনে এক হইয়া এক নূতন সত্ত হইব-আমরিরে ! কি স্বখের সমবায় ! জীবের দেহাত্তরপ্রাপ্তিতে কোন মুখ সন্দেহ করে ? আ }র শরীর পরম্পরাবস্থান অসম্ভব কিসে? পিথাগোরাস পুৰ্ব্বজন্মে এজাক্স, ছিলেন, ইহা বিচিত্র কি ? যে ভীরু বাঙ্গালি সহস করিয়া দেশের বাহির হ ইতে পারে না, তাহার শরীরে একিলিস ! অথবা সেকেন্দরের, সিজর অথবা হানিবলের, নেপোলিয়ন অথবা ইপামিনগু!সের, ব্রাসিডাম্ অথবা লাইসাণ্ডারের ভীমের অথব; অর্জুনের দেহাংশ থাকিতে পারে। রামের শরীরে, হয় ত কালডেরন অথবা লোপ ডি ভেগার, গেটে অথবা শীলারের, পিটার্ক অথব। ডাণ্টের, কর্ণেল অথবা রেসাইনের, | সেক্ষপীয়র অথবা কালিদাসের, হোমর কির আত্মা আছে। এই হৃদয় যাহার জন্য লালায়িত, এই হৃদয়ে হয় ত | সেই আছে। মনুষ্য দেহের আণবিক পরিবর্তন প্রতিনিয়ত সংঘটিত হইতেছে। প্রত্যেক ব্যক্তি প্রতি সাত বৎসরে নব- ; কলেবর ধারণ করে । সেই নিয়ত প্রবহ । মান পরিবর্তপ্রবাহে ভাসিয়া আসিয়া, হয় ত সেই দেহের পরমাণু এই দেহে । জগতে কিছুই আশ্চর্য মে মিশিতেছে । নহে । জগন্তে সকলই অংশ !

  • : .تأتي بي هيم . تزوج و. ليبي، م. منه به BBBD DStS KKBBBKBB BBB BBS

গিয়াছে, সে আবার ফিরিয়৷ ৷iসতে । অথবা বৰ্জ্জিলের, ব্যাস অথবা বাল্মী- ,