পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኟ ዓb” ভারত ভূমির অভ্যর্থন । SAMAAAS SSAAAASA SAAAAS AAASASASS পুৰ্ব্বাপূর্ব রত্নাকর, আমার যুগল কর, প্রসারিত পাইবারে প্রেম আলিঙ্গন। হের ওহে প্রিয়তম, হিমাদ্রি কপোলে মম, ঝর ঝর আননাশ্র ঝরে তালুক্ষণ । নিরখি তোমার মুখ, দূরে গেল সব দুখ, করে বুক ধুকধুক না সরে বচন । যত কুলবধু ধনি, দেহ হুলাহুলী ধ্বনি, করহ বিহিত মত মঙ্গলাচরণ। . ব্রাহ্মণ পড়হ বেদ, আর কি আমার খেদ, না ৰাচিতে এসেছেন মম প্রাণধন ৷ হৃদয়-রঞ্জন মম নয়ন-অঞ্জন । দুৰ্গতি-গঞ্জন মম দাসীত্ব-ভঞ্জন । i ૨ i তুমি মম নহপর, গত শত সম্বৎসর, তব মাতামহ কুলে পরিণীত আমি । তব অগ্ৰে যশোধন ! মম পতি চারিজম, একে একে সকলে হলেন স্বৰ্গগামী । শোকানলে দহেগাত্ৰ,পরিণীত নামে মাত্র | দেখি নাই তাহাদের শ্ৰীমুখমণ্ডল । পলাসীর যুদ্ধজর, যেই দিবসেতে হয়, সেই দিনে ভগ্ন মম দাসীত্ব-শৃঙ্খল । , জয় ভেরী ঘোরধ্বনি, ৰিবাহ বাজন গণি, | মম দেহে গোরোচনা যবন-রুধির। | কামান আতস-বাজী, বিজয়-পতাকা-রাজী প্রমোদ-পবনে কিবা হইল অস্থির । তার পর বারক্রয়, হয় নাই কভু কিন্তু শুভ দরশন। । সে আশা পুরিল আজ, এসে এসোযুবরাজ লও হে প্রণয়-পুষ্প ভকতি-চন্দন ॥ যত কুলবধু ধনি, করহ বিহিত মত মঙ্গলাচরণ । | | | হইয়াছে পরিণয়, দেহ হুলাহুলী ধ্বনি, . ব্রাহ্মণ পড়হ বেদ, আর কি আমার খেদ, । না যাচিতে এসেছেন মম প্রাণধন। হৃদয় রঞ্জন মম ময়ম-অঞ্জন । দুৰ্গতি-গঞ্জন মম দাসীত্ব ভঞ্জন । (ع\ সুখের দিবস আজ, রোদনের কিবা কাজ তবু কিছু শ্ৰীচরণে করি নিবেদন । সত্যনিষ্ঠাতপোদানে;আৰ্জব অমিত জ্ঞানে, ভূষিত ছিলেন মম পূৰ্ব্বপতিগণ। পুরূরবা কাৰ্ত্তবীৰ্য্য, রাম নাম মহা বীৰ্য্য, ধৰ্ম্মপুত্র যুধিষ্ঠির বিক্রম তপন । • তাহীদের নাম স্মরি, হৃদয় বিদরে মরি, আর কি হইবে সেই মুদিন ঘটন। তার পর এলো কাল,এলে। সে যবন কাল, । ঘোরী ঘোর শক্র আর গজনীদুৰ্জ্জন । মৎসরতা-মদে ভোর, রুধির শুষিল মোর, নন্দন-নিকরে কত করিল নিধন । মধ্যে কিছুদিন ভাল, প্রসন্ন হইল ভাল, রামরাজ্য আকবরের মুখের শাসন। এসে এসে যুবরাজ,সে মুখ পেলাম আজ, ; নিরখিয়া নাথ তব চারু চন্দ্রীনন ৷ যত কুলবধু ধনি, দেহ হুলাহুলী ধ্বনী, করহ বিহিত মত মঙ্গলাচরণ। ব্রাহ্মণ পড়হ বেদ, আর কি আমার খেদ, না যাচিতে এসেছেন মম প্রাণধন ৷ হৃদয়-রঞ্জন মম নয়ন-অঞ্জন। দুৰ্গতি-গঞ্জন সম দাসীত্ব ভঞ্জন। 8 শুন ওহে ভাবীবর, গুণের সাগরবর, কৃতঞ্জলি ভিক্ষ এই ও রাঙ্গ চরণে ।

  • *

تتنبنسبة تتجتتكتيتوتتسعت تحتت تنتشتيت مستتنافسة (বঙ্গ দশম আfশ্বঃ ১২৮২ | |