পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পণন, আখিঃ, ১২৮২ ) ভারত ভূমির অভ্যর্থন । - : ፃፃ ; মুহুর্তেকের জন্য অন্তর্জগতের অস্তিত্ব লোপ হইল। হায়! প্রতিধ্বনি স্বজন করিতে, পোড়া বিধাতাকে কে বলিয়াছিল ? ভাবী পতি রাজোন্নতি নিকেতন শ্ৰীল শ্ৰীযুক্ত যুবরাজ প্রিন্‌স অফ ওয়েলস বাহাদুরের প্রতি ভারতভুমির অভ্যর্থনা ৷ ভূমিকা । সেরূপ ভারতভূমি সময়ে সময়ে । “ পঞ্চান মপি ভূভানাম উৎকৰ্ষং স্নান মাত্র দুর্গতি-তামসী-তমোচয়ে ৷ - পুপুনু গুণঃ মুদিন উদয়ে পুন নব ভাবান্বিত । নবে তস্মিন মহীপালে সৰ্ব্বং নবমিবা- পুঞ্জ পুঞ্জ প্রমোদ-প্রভায় প্রভান্বিত । ভবত ।" | ইংরাজের অভু্যদয়ে বিভী-বিভাসিত । কালিদাস । অদ্যাপি ছিলেন মাত্র অৰ্দ্ধবিকসিতা । “ নরেন্দ্র মুলায়তনাদনস্তরং । যুবরাজ সমাগমে সীমা নাই সুখে । তদাস্পদং ত্রযুবরাজ সংজ্ঞিতম্। আনন্দ মঙ্গলরব প্রফুটিত মুখে ॥ অগচ্ছ দংশেন গুণাভিলাষিণী। নবাবতারং কমলাদিবোৎপলম্।।” গীতি কালিদাস । マ万 l Y কে বলে ভারত-ভূমি বয়সে জরতী। কহিছে ভারতভূমি, এসে এসো নাথ তুমি ! অপার আকার নিত্য নবীন যুবতী । মহামান্য মহিষীর প্রথম নন্দন। যথ কতশত গত দেব পুরন্দর । কিবাপিত কিবামাতা,কিবাপতি কিবাভ্রাতা, এক শচী নিত্য নব, স্বর্গে নিরন্তর ॥ | বহুদিন হেরে নাই দাসীর নয়ন ॥ মন্দার কুসুম সম লাবণ্য-নিলয় । ওহে মম মনোচোর, তুমি ত হইবে মোর, কাল কালসৰ্প শ্বাসে মান নাহি হয় । জাতি কুলধনমান প্রাণের ঈশ্বর। আর যথা প্রভাতে প্রভাত কমলিনী। এসো এসে হৃদে বস, হেরি মুখ তামরস, প্রোষিতভৰ্ত্তক সম প্রদোষে মলিনী ॥ সরস হউক মম মানস ভ্রমর। পুনরায় প্রভান্বিত ভানুর উদয়ে। জরাজীর্ণ বট আমি,তোমায় নিরথি স্বামি, ললিত লাবণ্যময়ী—তিমির অত্যয়ে । পুনরায় পাইলাম নবীন যৌবন। giw