পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/২৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| | | | &b So রজনী । (বঙ্গ দশম, তাffশ্বঃ, ১৯৮২ 1 : উঠিয়া গেলেন যাইতে যাইতে দুই এক বার পশ্চাৎ ফিরিয়া সেই অপরিচিত যুবার মুখপ্রতি অবগুণ্ঠন হইতে দৃষ্টি করিতে লাগিলেন । আর স্বর্ণপ্রভা ? সে ক্ষুদ্র প্রদীপের অল্প তৈল ফুরাইয়া আসিয়াছিল—আজি কার প্রচণ্ড বত্যায় তাহ নিবিয়া গেল। সে ক্ষুদ্র ভেলা অগাধ সাগরে পড়িয়া- ; ছিল—এ ঘোর তরঙ্গে তাহ ডুবিল । আজিকার প্রচণ্ড তাপে স্বর্ণ কুসুম শুকাইল;—স্বৰ্ণসৌদামিনী মেঘে লুকাইল— ধুপ্ত বজ্রাঘাত রহিল। স্বর্ণসেই অস্ত্রাঘাতে প্রাণত্যাগ করিল। cocoY1 SR T)^○○○ রজনী পঞ্চম খণ্ড । (লবঙ্গলতার উক্তি) প্রথম পরিচ্ছেদ । আমি জানিতাম শচীন্দ্র একটা কাণ্ড করিবে—ছেলে বয়সে অত ভাবিতে আছে ! দিদি ত একবার ফিরে চেয়েও দেখেন না--আমি বলিলে বিমাতা বলিয়া আমার কথা গ্রাহ করে না । ও সব ছেলেকে আঁটিয়া উঠা ভার । এখন দায় দেখিতেছি আমার । ডাক্তার বৈদ্য কিছু করিতে পারিল না—পরিবেও না । তারা রোগই নির্ণয় করিতে জানে না । রোগ হলো মনে—হাত দেখিলে, চোখ দেখিলে,জিহব দেখিলে তারা কি বুঝিবে ? হয় না ? কই, আমি রজনীর বাড়ী গিয়া | যদি তারা আমার মত আড়ালে লুকাইয়া বসিয়া আড়িপেতে ছেলের কাও দেখত, তবে একদিন রোগের ঠিকানা করিলে করিতে পারিত । কথাটা কি ? “ ধীরে, রজনি !” ছেলে ত একেল থাকিলেই এই কথাই বলে । রজনী কি করিয়াছে ? তা জানি না, কিন্তু রজনীর সঙ্গে এ চিত্তবিকারের কোন সম্বন্ধ নাই কি ? না থাকিলে সৰ্ব্বদ। রজনীর নাম করে কেন? ভাল,রজনীকে একবার রোগীর কাছে বসাইয়া রাখিলে gris: ,